নিজস্ব সংবাদদাতা : পুজোর চাঁদা তোলার নাম করে ১১ লক্ষ টাকা ডাকাতির ঘটনা ঘটল আলিপুরদুয়ারের ফালাকাটায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক পরিমল সরকার পেশায় কৃষি কাজ করেন। হিমঘরে রাখা আলু বিক্রি করে তিনি কয়েক লক্ষ টাকা পেয়েছিলেন। আলু বিক্রির ওই টাকা বাড়িতেই রাখা ছিল। জানা গেছে, রাত ৮ টা নাগাদ পরিমল সরকারের বাড়িতে পুজোর চাঁদা নেওয়ার নাম করে ঢুকে তাঁর স্ত্রীকে মুখ বেঁধে ধারালো অস্ত্র দেখিয়ে ও ছেলেকে প্রাণে মারার হুমকি দিয়ে ১১ লক্ষ টাকা লুট করে দুষ্কৃতীরা। সেই সময়ে বাড়িতে ছিলেন না পরিমলবাবু।পরিমলবাবুর স্ত্রী পুতুল সরকার বলেন, ‘সন্ধ্যায় দুর্গা পুজোর চাঁদা নিতে এসেছি বলে ডাকা ডাকি শুরু করে। বাড়ির গেট খুলে দিই। ৩ জন বাড়িতে ঢোকে। তাদের প্রত্যেকের মুখ মাস্ক ও রুমাল দিয়ে ঢাকা ছিল। বাড়িতে ঢুকেই দুষ্কৃতীরা আমার মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে। এরপর তারা আমাকে ধারালো অস্ত্র দেখিয়ে ছেলেকে প্রাণে মারার হুমকি দেয় ও আলু বিক্রির টাকা চায়।’ তিনি আরও বলেন, ‘আমি ভয়ে আলমারির চাবি দিয়ে দিই। দুষ্কৃতীরা আলু বিক্রির মোট ১১ লক্ষ টাকা ও সোনার দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।’ খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফালাকাটা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা।দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন