নিজস্ব সংবাদদাতা : বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতির নিয়ে উদ্বিগ্ন রাজ্যবাসী। তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। ডাকলে চোখ মেলে তাকাচ্ছেন বুদ্ধদেববাবু। শুক্রবার সকালের মেডিক্যাল বুলেটিনে চিকিত্সকরা জানিয়েছেন, চিকিত্সায় সাড়া দিচ্ছেন বর্ষীয়ান নেতা। রক্তচাপ সামান্য কমেছে তবে পালস রেট স্বাভাবিক আছে। মূত্রের পরিমাণ সন্তোষজনক। তাঁর অক্সিজেন স্যাচুরেশন ৯৬ শতাংশ। যদিও এখনই পরিস্থিতি খুব সমস্যার না হলেও, সঙ্কট মোটেও কাটেনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তাঁর হিমোগ্লোবিন রয়েছে ৯.৭। নির্দিষ্ট সময়ান্তরে রক্তপরীক্ষা করা হচ্ছে। তাতে বুদ্ধবাবুর রক্তে শ্বেত রক্তকণিকা ও পটাশিয়াম ছাড়া বাকি সব উপাদানের মাত্রাই আপাতত ঠিক রয়েছে। শ্বাসকষ্ট নিয়ে বুধবার দুপুরে উডল্যান্ডস হাসপাতালে ভরতি হন ৭৬ বছর বয়সি বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথমদিকে তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা অনেকটা কমে যাওয়ায় বেশ উদ্বেগ ছিল। তবে ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্টে তাঁকে ভরতি করানোর পর অক্সিজেন দেওয়া হয়। ধীরে ধীরে রক্তে অক্সিজেনের মাত্রা বাড়তে থাকে। বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিত্সা চলছে দুই বিশেষজ্ঞ চিকিত্সক ডাক্তার কৌশিক বসু ও সৌতিক পাণ্ডার অধীনে। হাসপাতাল থেকে পাওয়া শেষ রিপোর্ট অনুযায়ী, তাঁকে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, ফ্লুইড দেওয়া হয়েছে। কার্ডিওলজিস্ট, পালমোনোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট সহ সাত সদস্যের চিকিত্সক দল তাঁকে পর্যবেক্ষণ করেছেন। বুধবার তাঁকে হাসপাতালে ভরতি করানোর পর করোনা পরীক্ষাও হয়। রিপোর্ট নেগেটিভ আসায় অনেকটা স্বস্তিতে চিকিত্সকরা।
New Hopes New Visions
More Stories
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল