নিজস্ব সংবাদদাতা : ‘ভারত সর্বদা তার প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক রেখে চলে। কিন্তু তাতে যদি কেউ মনে করে ভারত দুর্বল তাহলে সেই দেশ ভুল করবে’। এই ভাষাতেই শত্রুপক্ষকে বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শনিবার তিনি পৌঁছেছেন পশ্চিমবঙ্গের দার্জিলিং-এ। আর সেখানেই নবমীতে শস্ত্র পূজা সারলেন রাজনাথ সিং। সুকনা ওয়ার মেমোরিয়ালে নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানান কেন্দ্রীয় মন্ত্রী।নবরাত্রিরর সময় দশেরর দিন প্রতি বছরই প্রথা মেনে ভারতীয় সেনা শিবিরে শস্ত্র পুজোর আয়োজন করা হয়। কিন্তু এবার পূর্ব লাদাখ সেক্টরে চিনার সঙ্গে চলমান বিবাদের জেরে রাজনাথের উপস্থিতিতে তা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এই শস্ত্র পুজোর অংশ নিতে দেখা গেছে রাজনাথ সিংকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বরং চিনা শিবিরের কাছে গিয়েও তিনি পুজোয় অংশ নিয়েছেন বলে সূত্রের খবর। রাজনাথ বলেছেন, দেশের অখণ্ডতা আর সার্বভৌমত্ব বজায় রাখতে সেনারা সর্বদা মরিয়া প্রয়াস চালায় । তবে সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি , ‘ভারতীয় জওয়ানরা কোনো পরিস্থিতিতেই মাথা নিচু করবে না ‘।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল