নিজস্ব সংবাদদাতা : আবারো চিনের গতিবিধি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য এলো নয়াদিল্লির হাতে। ১৪ই অক্টোবর যে বিশেষ সামরিক সূত্রের রিপোর্ট মিলেছে তাতে জানা গিয়েছে বেজিং চিনা সেনাদের তৈরি থাকার নির্দেশ দিয়েছে। ভারতের বিরুদ্ধে চরম কোনও সিদ্ধান্ত নিতে পারে চিন, সেই প্রেক্ষিতকে সামনে রেখেই এক বিতর্কিত তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে চিনা সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিংপিং। ১৩ অক্টোবরই দুই দেশের মধ্যে সীমান্তে ১১ ঘন্টার বৈঠক হয়। সেখানে আজব দাবি করে চিন। বেজিংয়ের পক্ষ থেকে জানানো হয়, সেনা অবস্থান পূর্বাবস্থায় ফিরিয়ে দিতে রাজি চিন। তবে ভারতের সামনেও শর্ত রাখা হয়েছে। ভারতের দাবি ছিল মে মাসের আগের অবস্থায় ফিরে যেতে হবে চিনা সেনাকে। অর্থাত্ প্যাংগং লেকের উত্তর প্রান্তের ফিঙ্গার ৮-এ ফিরে যেতে রাজি চিন। ভারতের সামনেও সেনা অবস্থান বদলের শর্ত রেখেছে চিন। জানানো হয়েছে ভারতকেও নিজের এলাকা ছেড়ে পিছনে সরতে হবে। ফিঙ্গার ফোর থেকে সরে ফিঙ্গার ২-এ চলে যেতে হবে ভারতীয় সেনাকে। কারণ ভারতীয় সেনা কৌশলগত দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে যা চিনের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি সীমান্তে ভারতের ক্রমাগত নির্মাণ কাজ করে যাওয়াকে ভালো চোখে দেখছে না তারা। এই উত্তপ্ত পরিস্থিতিতে চিনা সেনাদের প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দিয়েছেন চিনা প্রেসিডেন্ট। সিএনএন জানাচ্ছে চাওঝাও শহরের মেরিন কর্পসেও পরিদর্শন করেন তিনি। সেখানে জিংপিং চিনা সেনাদের বলেন হাই অ্যালার্টে থাকতে। দেশের প্রতি একনিষ্ঠ ভরসার যোগ্য হয়ে প্রত্যেক চিনা সেনাকে লড়তে হবে বলে জানান তিনি
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল