নিজস্ব সংবাদদাতা : চিনের তৈরি করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন এবং তাঁর পরিবারের উপর। এমন তথ্য ফাঁস করলেন এক শীর্ষ মার্কিন বিশেষজ্ঞ। ওয়াশিংটনের সেন্টার ফর ন্যাশনাল ইন্টারেস্ট থিঙ্ক ট্যাঙ্কের বিশেষজ্ঞ হ্যারি ক্যাজিয়ানিস জানিয়েছেন, ইতিমধ্যেই কিম জং উন ও উত্তর কোরিয়ার বেশ কয়েকজন শীর্ষ আধিকারিককে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে কোন সংস্থার তরফে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে, তা এখনও জানা যায়নি। এই ভ্যাকসিনেশন আদৌ কতটা নিরাপদ বা কিম ও অন্যান্যদের শরীরে ভ্যাকসিনটির কোনও প্রভাব পড়েছে কি না, সেই সম্পর্কেও এখনও কিছুই জানা যায়নি। ক্যাজিয়ানিস আরও জানিয়েছেন, ইতিমধ্যেই চিনের মোট তিনটি সংস্থা করোনা ভাইরাসের ভ্যাকসিনের উপরে গবেষণা করছে। এগুলি হল সিনোভ্যাক বায়োটেক লিমিটেড, ক্যানসিনোবায়ো ও সিনোফার্ম গ্রুপ। সূত্রে খবর, সিনোফার্ম-সহ বাকি দুটি সংস্থার তরফে এ পর্যন্ত ভ্যাকসিনের ফেজ থ্রি ক্লিনিকাল ট্রায়াল শুরু করা হয়নি। তবে, চিনের প্রায় এক মিলিয়ন লোকের উপরে সিনোফার্ম সংস্থার তৈরি ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এ বিষয়ে উত্তর কোরিয়া মুখে কুলুপ এঁটেছে। কিন্তু দক্ষিণ কোরিয়ার জাতীয় গুপ্তচর সংস্থার দাবি, কিমের দেশে করোনা সংক্রমণ অবাক করার মতো নয় মোটেই। বরং সেখানে চিনাদের যাওয়া আসা এত বেশি যে, সংক্রমণ দ্রুত ছড়ানোর আশঙ্কা বেশি। যতই তারা গত জানুয়ারিতে সীমান্ত বন্ধ করে দিক।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল