নিজস্ব সংবাদদাতা : এবার সাধের ঘুমে কোপ। ছাত্রছাত্রীদের ঘুম থেকে ওঠার সময় বেঁধে দিল চিন।সকাল ৮ টার বেশি সময় ঘুমনো যাবে না। যারা স্নাতক হয়নি, তাদের জন্য এই নীতি নির্ধারণ করা হয়েছে। আর যারা স্নাতকোত্তরের ছাত্র, তারা এক ঘণ্টা বেশি ঘুমনোর সময় পাবেন। হস্টেলের কেয়ারটেকাররা ঘুরে দেখবেন, কেউ নিয়ম ভাঙছে কিনা। নিয়ম ভাঙলেই শাস্তি। অনেকেই বলছেন, এটা কী ইউনিভার্সিটি নাকি জেলখানা?প্রজেক্ট শেষ করতে তাঁদের রাতে অনেকক্ষণ জেগে থাকতে হয়, ফলে সকালে ওঠাটা তাদের কাছে শাস্তি। তাঁরা এই নিয়মে রীতিমত আতঙ্কিত। কারণ অনেক সময় তাঁদের সারা রাত জেগে থাকতে হয়।ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী, প্রত্যেকদিন ঠিক সময়ে ঘুম থেকে উঠে পড়তে হবে ছাত্রছাত্রীদের। এছাড়া নিজের বেড ছাড়া অন্য কোনও বেড খালি থাকলেও সেখানে ঘুমনো যাবে না। এতে সোশ্যাল বিহেভিআওয়ার অ্যাকাউন্ট থেকে ১৫ পয়েন্ট কাটা যাবে। আর এভাবে পয়েন্ট কমে গেলে স্কলারশিপ পেতে অসুবিধা হবে। সাংহাই ইউনিভার্সিটিতে এই নিয়ম জারি করা হয়েছে। যেখানে স্নাতক স্তরে পড়াশোনা করেন অন্তত ২০,০০০ ছাত্রছাত্রী। স্নাকোত্তরে ১৬,৫০০ জ
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল