নিজস্ব সংবাদদাতা : ক্যানিং হাসপাতাল চত্বর থেকে চুরি যাওয়া শিশুকন্যাকে উদ্ধার করল পুলিশ। পুলিশের স্পেশাল টিম অভিযান চালিয়ে ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বর থেকে চুরি যাওয়া ১০ দিনের শিশুকন্যাকে উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ ফারুক লস্কর ও তার স্ত্রী সাহানারা লস্করকে আটক করেছে। দুজনেরই বাড়ি জীবনতলা থানার ঘুটিয়ারি শরীফের দক্ষিণ মাকালতলা গ্রামে।ক্যানিং মহকুমা হাসপাতালে জন্মের শংসাপত্র নিতে এসেছিলেন আকিবা মোড়ল। সঙ্গে ছিলেন আকিবার দিদিমা মদিনা শেখ। দিদিমার কাছে বাচ্চাকে রেখে হাসপাতালের ভিতরে গিয়েছিলেন আকিবা। অভিযোগ, তখন এক অপরিচিত মহিলা মদিনা সেখের সঙ্গে গল্প জুড়ে দেয়। এরপর শিশুটিকে কোলে তুলে নেয়। কথা বলতে বলতেই জোর করে মদিনাকে শিশুর জন্য ডায়াপার আনতে পাঠায়। ডায়াপার কিনে এনে আর ওই মহিলার দেখা পাননি তাঁরা। ততক্ষণে শিশুটিকে নিয়ে চম্পট দিয়েছে ওই মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। এই সিসি টিভির ফুটেজ ধরে চিরুনি তল্লাশি চালাতে থাকে পুলিশ। পুলিশি অভিযানে ২৪ ঘটনার মধ্যে উদ্ধার হয় চুরি যাওয়া শিশু কন্যা ।পুলিশ শিশু কন্যাকে তার মায়ের কোলে তুলে দেবার পর কান্নায় ভেঙে পড়েন শিশুকন্যার মা। শিশু কন্যাটি বর্তমানে সুস্থ আছে বলে জানা গেছে
New Hopes New Visions
More Stories
অভিনব উদ্যোগ পৌরমাতা ইতু চক্রবর্তীর
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বাঁকুড়ার খাদি মেলার আজ শেষ দিন