ফের শারজার ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়াম সাক্ষী থাকল এক রুদ্ধশ্বাস লড়াইয়ের৷ শিখর ধাওয়ানের দুরন্ত সেঞ্চুরিতে চেন্নাই সুপার কিংস-কে হারিয়ে ফের লিগ তালিকায় এক নম্বরে উঠে এল দিল্লি ক্যাপিটালস৷ এই জয়ের ফলে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে দিল্লি৷ ম্যাচের সেরা দিল্লির এই বাঁ-হাতি ওপেনার৷
রান তাড়া করতে নেমে স্কোর বোর্ডে কোনও রান যোগ করার আগেই পৃথ্বী শ-কে ডাগ-আউটে ফেরত পাঠান দীপক চাহার৷ সুতরাং ১৮০ রান তাড়া করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি দিল্লির৷ কিন্তু অন্য ওপেনার ধাওয়ানের দুরন্ত লড়াইয়ে ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস৷ ৫৭ বলে আইপিএলে তাঁর প্রথম সেঞ্চুরিটি করেন ধাওয়ান৷
৯৯ রান দাঁড়িয়ে ধোনির ক্যাচের আবেদনে রিভিউ নিয়ে বেঁচে যান ধাওয়ান৷ কিন্তু ১৯ তম ওভারে মাত্র ৪ রান নিয়ে সক্ষম হন৷ কিন্তু শেষ ওভারে অক্ষর প্যাটের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচ জিতে নেয় দিল্লি৷ শেষ ওভারে দিল্লির জয়ের জন্য দরকার ছিল ১৭ রান৷ কিন্তু অক্ষরের তিন ছক্কায় ২২ রান তুলে হাসতে হাসতে জিতে নিল দিল্লি ক্যাপিটালস৷
Report by Sports Beauro – DS News
Reported on – 18-October-2020
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বৃষ্টিভেজা নর্দান পার্কে জয় হল ফুটবলের , চ্যাম্পিয়ন সুরুচি সংঘ