নিজস্ব সংবাদদাতা : আইএসএল চলতি বছরে নিজেদের শেষ ম্যাচে নেমেছিল এটিকে মোহনবাগান। সামনে প্রতিপক্ষ ছিল বিপজ্জনক চেন্নাইয়ান এফসি।ম্যাচের শুরুতে প্রত্যাশামতোই আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা যায় চেন্নাইয়ান-কে। ৫ মিনিটে অল্পের জন্য গোল মিস করেন ক্রিভেয়ারো। ৭ মিনিটে ছাঙতের শট অল্পের জন্য বাইরে যায়। উল্টোদিকে ১১ মিনিটে রয় কৃষ্ণা হেড বাইরে যায়। দুই দলই বেশ কিছু ভালো আক্রমণ তুলে আনেন। এরপর ধীরে ধীরে খেলার দখল নিয়ে নেয় এটিকে মোহনবাগান। ২৭ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন ডেভিড উইলিয়ামস। এরপর ৪২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেন চেন্নাইয়ানের সিপোভিচ। কিন্তু শেষপর্যন্ত আর গোল আসেনি। প্রথমার্ধ শেষ হয় ০-০ ফলেই।খেলার বিরতির পরে এটিকে-এম বি-র কোচ হাবাসকে ভাবা গিয়েছিল তিনি আক্রমণে যাবেন। কিন্তু তাঁর খেলার কৌশলই হল, আগে রক্ষণ সামলাও, তারপর আক্রমণে ওঠো। কারণ ম্যাচ ড্র করলেও তারা শীর্ষে চলে যাবে। সেক্ষেত্রে মুম্বই সিটি এফসিকে টপকে তারা একনম্বরে উঠে আসবে। সেই কারণেই গোল হজম করে তিনি বিপদ ডেকে আনতে চাননি। ম্যাচের ৬৮ মিনিটে কোচ হাবাস দলে দুটি বদল আনেন। মনবীরকে বসিয়ে মাঠে আসেন প্রবীর, এবং জয়েশ আসেন প্রণয় হালদারের পরিবর্তে। এই দুটি বদল খেলায় প্রাণ আনে। প্রবীর আসতে রয় কৃষ্ণের খেলায় ছন্দ ফেরে। তবে মোহনবাগানকে বহুবার বিপদের হাত থেকে রক্ষা করেছেন গোলরক্ষক অরিন্দম। ৬৬ মিনিটে চেন্নাইয়ের মেমোর ফ্রিকিক যেভাবে অরিন্দম বাঁচিয়েছেন তা অনবদ্য। একদিকে রয় কৃষ্ণ আর অন্যদিকে জাকুবরা যদি গোলের সুযোগ হাতছাড়া না করতেন তাহলে এদিন বেশ কয়েকটি ভাল গোল দেখার সুযোগ পেতেন দর্শকরা।এটিকে মোহনবাগান আর চেন্নাইয়িনকে দেখে মনে হচ্ছিল যেন দীর্ঘদিন গোলের খরার মধ্যে রয়েছে তাঁরা। গোলের খিদে চূড়ান্ত। কিন্তু নাছোড়বান্দা রক্ষণভাগও। ডিফেন্ডাররাও যেন পণ করেছেন, গোল হজম করবেন না। আর দুই পক্ষের এই নাছোড় মনোভাবেই শেষমেশ পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ল দুই দল।
Report by জয়ন্ত চক্রবর্তী
Reported on – 30/12/2020
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
পুজোর আগেই পুজো শুরু , পুজো উদ্যোক্তাদের নিয়ে CARVINAL FOOTBALL ২০২২
বিরাটের জন্য আবেগঘন পোস্ট অনুষ্কার