নিজস্ব সংবাদদাতা : অস্ট্রেলিয়া সফরে ভারতীয়দের তাড়া করছে চোট আঘাতের রেলগাড়ি। সফরে আসার আগেই চোট পেয়ে বসেছিলেন ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, রোহিত শর্মাদের মত তারকারা। আর শনিবার তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় বাঁ-হাতের কনুইয়ে চোট পেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত। প্যাট কামিন্সের একটি শর্ট বলের লাইন পন্ত মিস করলে তা গিয়ে আঘাত করে তাঁর কনুইয়ে। মাঠেই যন্ত্রণায় কাতরাতে দেখা যায় উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। সে সময় ৩৫ রানে ব্যাট করছিলেন পন্ত। যদিও মাঠে প্রাথমিক শুশ্রূষার পর পুনরায় ব্যাট ধরেন পন্ত। কিন্তু পূজারাকে দারুণ সঙ্গ দেওয়া পন্ত চোটের পরেই মনোসংযোগ হারান এবং এরপর ব্যক্তিগত রানের খাতায় মাত্র এক রান যোগ করে হ্যাজেলউডের ডেলিভারিতে স্লিপে ওয়ার্নারের হাতে ধরা পড়েন তিনি। চলতি টেস্ট পন্তের কিপিং সমালোচনার জন্ম দিয়েছে। সিরিজ শুরুর আগে ঋদ্ধিমানই ফার্স্ট চয়েস কিপার ছিলেন। তবে পন্তকে ব্যাটিং দক্ষতার জন্য সুযোগ দেওয়া হয়। এদিকে পন্তের সঙ্গেই চোটের তালিকায় নাম লিখিয়েছেন রবীন্দ্র জাদেজাও। স্টার্কের একটা শর্ট বলে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান। জাদেজা। তবে তিনি ব্যাটিং চালিয়ে যান। ভারতীয় ব্যাটিংয়ে শেষ পর্যন্ত তিনিই অপরাজিত থাকেন ৩৭ বলে ২৮ রান করে। এই মুহূর্তে বিরাট কোহলিও দেশে ফিরে গিয়েছেন পিতৃত্বকালীন ছুটি নিয়ে। কঠিন সময়ে বুমরা-অশ্বিনরা টিমকে এগিয়ে নিয়ে যেতে পারেন কিনা, সেটাই দেখার।
Report by web Desk
Reported on – 10/01/2021
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বৃষ্টিভেজা নর্দান পার্কে জয় হল ফুটবলের , চ্যাম্পিয়ন সুরুচি সংঘ