‘চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স’! আইপিএলের ইতিহাসে রোহিত শর্মার নামের পাশে এই বিশেষণ ব্যাবহার হলে বোধহয় আর্দশ হবে৷ মরু শহরে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ২০২০ আইপিএল জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স৷ এই নিয়ে পঞ্চমবার আইপিএলে খেতাব (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০) জিতল নীতা আম্বানির দল৷ পাঁচবারই মুম্বইকে ট্রফি এনে দেন রোহিত৷
ফাইনালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্বে দেন রোহিত৷ চোটের জন্য কয়েকটি ম্যাচ মাঠের বাইরে থাকার পর দলে ফিরে শেষ দু’টি ম্যাচে রান পাননি৷ কিন্তু ফাইনালে দুরন্ত হাফ-সেঞ্চুরি করে দলকে একাই জেতালেন রোহিত৷ ৫১ বলে পাঁচটি চার ও ৪টি ছয় মেরে ৬৮ রান করে আউট হন মুম্বই ক্যাপ্টেন৷
১৫৭ রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৫৪ রান ম্যাচ অর্ধেক জিতে নেয় মুম্বই৷ এদিন অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে দিয়ে বোলিং শুরু করে দিল্লি৷ প্রথম ওভারে অশ্বিন ৮ রান দেন৷ কিন্তু দ্বিতীয় ওভারে কাগিসো রাবাদাকে ১৮ রান নিয়ে দিল্লির বোলিংয়ের ভিত নড়িয়ে দেন কুইন্টন ডি’কক৷ প্রথম চার ওভারে ৪৫ রান তোলে মুম্বইয়ের দুই ওপেনার৷ কিন্তু পঞ্চম ওভারের প্রথম বলে মার্কাস স্টওনিস ডি’কক-কে ডাগ-আউটে ফেরালেও ম্যাচ জিততে অসুবিধা হয়নি মুম্বইয়ের৷
রোহিতের দুরন্ত হাফ-সেঞ্চুরির পাশে ডি’ককের ১২ বলে ২০ এবং ইশান কিশানের ১৯ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংসে হাসতে হাসতে ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স৷ শেষ দিকে কাইরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়ার উইকেট হারালেও ইশানের ব্যাটিং দাপটে ৮ বল বাকি থাকতেই পাঁচ উইকেট ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স৷ দিল্লির হয়ে দারুণ বোলিং করেন অক্ষর প্যাটেল৷ ৪ ওভারে মাত্র ১৬ রান দেন দিল্লির এই বাঁ-হাতি স্পিনার৷ আর চার ওভারে মাত্র ২৮ রান দেন বোল্ট৷
Report by Sports Desk
Reported on – 11/11/2020
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন