নিজস্ব সংবাদদাতা : ট্রেন যেভাবে একজন যাত্রীকে তাঁদের নিজেদের গন্তব্যে পৌঁছে দেয়। স্কুলও ঠিক সেভাবেই একজন পড়ুয়াকে তাঁর ভবিষ্যত্ সুনিশ্চিত করতে সাহায্য করে। তাই স্কুল বাড়িকে বদলে ফেলা হলো ট্রেনের আদলে । ধানবাদের বাঘমারা ব্লকের প্রাথমিক বিদ্যালয়ের এই কর্মকাণ্ডের পিছনে মূল উদ্যেশ্য পড়ুয়াদের আরও বেশী করে স্কুলমুখী করে তোলা। করোনা সংক্রমণের জেরে মার্চ মাস থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। ফলে পড়ুয়াদের মধ্যে পড়াশুনা বা স্কুলে যাওয়ার আগ্রহ কমেছে এ কথা আর বলার অপেক্ষা রাখে না। তাই পড়ুয়াদের স্কুলমুখী করতে অভিনব ভাবনা ধানবাদ স্কুল কর্তৃপক্ষের। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতি রাজ্যকে করোনা পরিস্থিতি বিবেচনা করে স্কুল এবং কলেজ খোলার বিষয়ে আলোচনার জন্য জানান হয়। সেই মতোই বিভিন্ন রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনা শুরু করে ধানবাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিও। সেখানে সিদ্ধান্ত হয় ৩০ শতাংশ শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে স্কুল শুরু করা হবে সমস্ত ধরনের করোনা বিধি মেনে। সেভাবেই তৈরি হচ্ছে পাঠ্যক্রম। এ দিকে প্রাথমিক স্কুল খোলার বিষয়ে যদিও এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে প্রশ্ন যাই থাকুক না কেন, ধানবাদবাসীর কাছে এই প্যাসেঞ্জার ট্রেন এখন অন্যতম এক দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল