মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

ছুটি কাটাতে জয়সলমীরে রাহুল


নিজস্ব সংবাদদাতা : বিহারে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। আরজেডি নেতৃত্বাধীন মহাজোটে শরিক হয়ে কংগ্রেসের ঝুলিতে গিয়েছে মাত্র ১৯টি আসন। সব মিলিয়ে মহাজোট পেয়েছে ১১০টি আসন। আরজেডি ৭৫টি আসন ঝুলিতে পড়ে বিহারের সবচেয়ে বড় রাজনৈতিক দলের তকমা জিতে নিয়েছে।এমনকী উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাত, কর্নাটক-সহ একাধিক রাজ্যের উপনির্বাচনেও ধরাশায়ী হয়েছে হাত-শিবির। দলের এই পরাজয়েও দিব্যি আছেন রাহুল গান্ধি ।দলের ঘোরতর বিপর্যয়ের পরেই ছুটি কাটাতে রাজস্থানে বেড়াতে গিয়েছেন কংগ্রেস নেতা । আপাতত রাজস্থানের জয়সলমীরে রয়েছেন সোনিয়া -তনয় । বুধ ও বৃহস্পতিবার জয়সলমীরে থাকবেন তিনি।কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, জয়সলমীরে থাকাকালীন রাহুল গান্ধির মনোরঞ্জনের জন্য সবরকম ব্যবস্থা করেছে রাজস্থানের অশোক গেহলট সরকার। এই দু’দিন রাহুল যাতে নির্বিঘ্নে ছুটি কাটাতে পারেন তার জন্য বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। এদিকে বিহার ভোটের ফল বেরনোর পরেই নয়া ‘চাল’ কংগ্রেসের। নীতিশ কুমারকেই এবার বিজেপি-বিরোধী মহাজোটে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। একইসঙ্গে বিহারের রাজনীতি ছেড়ে নীতিশকে জাতীয় রাজনীতিতে সক্রিয় হতেও আহ্বান জানিয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। দিগ্বিজয় বলেন, ”বিজেপির সঙ্গ ছাড়ুন। বিজেপি ও আরএসএস আপনাকে শেষ করে দেবে। মহাজোটে চলে আসুন।”

Share this News
error: Content is protected !!