নিজস্ব সংবাদদাতা : ছেলের মৃত্যুসংবাদ বাড়িতে পৌঁছানোর পর সেই কষ্ট সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন তার ৮৫ বছরের বৃদ্ধ মা।ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার সাউরির আগরবাড় এলাকার।শোকের আবহ তৈরি হয়েছে এলাকায়। ঘটনায় জানা যায় মৃত রাজকুমার রায় (৪৪) দীর্ঘদিন ধরে অর্শ রোগে ভুগে অসুস্থ ছিলেন। গত মাস খানেক আগে মেদিনীপুরে এক নার্সিংহোমে অস্ত্রোপচার করানো হয়।তার পরেও সেই রোগ সারেনি।এরপর নিয়ে যাওয়া হয় ওড়িষার কটকের এক নার্সিংহোমে।সেখানেও দ্বিতীয়বার অস্ত্রোপচার করানো হয়।তারপর বাড়ি ফিরে দশ থেকে বারো দিনের মধ্যেই পুনরায় সেই অসুস্থতা বোধ করেন তিনি। বুধবার প্রবল যন্ত্রণা সঙ্গে শ্বাসকষ্টের অসুবিধা হওয়ায় তড়িঘড়ি তাঁকে বাড়ি থেকে পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়।সেখানেই তাঁর মৃত্যু হয়।ছেলের মৃতদেহ আনতে যখন পরিবারের অন্যান্য সদস্যরা হসপিটালে পৌঁছায়, তার মধ্যে বাড়িতে ঘটে যায় আরেক বিপত্তি। রাজকুমারের বৃদ্ধা মা আভা রায় এই দুঃসংবাদ পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ির পেছনে একটি তেঁতুলগাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। পরিবার সূত্রে জানা যায় গত মাস দুয়েক আগে রাজকুমারের বাবার মৃত্যু হয়েছে। তার তিন মাস পরে এই ঘটনা স্বাভাবিক কারণেই সমস্ত এলাকা জুড়ে যেন শোকের পরিবেশ তৈরি হয়েছে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল