নিজস্ব সংবাদদাতা : ২০২০ সালটা খেলোয়াড়দের জন্য খুব একটা ভাল বছর নয়। কোভিডের থাবায় সব খেলা বন্ধ ছিল। এতদিন কোর্টের বাইরে ছিলেন তিনি। তবু ধার কমেনি। সুপার সানডেতে ফরাসী ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। প্রথম সেটে জোকোভিচকে খাতাই খুলতে দেননি নাদাল। খেলার ফল নাদালের পক্ষে ৬-০, ৬-২, ৭-৫। দ্বিতীয় সেটেও কার্যত নাদাল ঝড়ে উড়ে যান সার্বিয়ান টেনিস তারকা। তৃতীয় সেট টাইব্রেকারে গড়ালেও শেষ হাসি হাসেন রাফায়েল নাদালই। ২ঘন্টা ৪১ মিনিটেই খেল খতম করে দেন নাদাল। বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচকে কার্যত উড়িয়ে দিয়েই ১৩তম ফরাসি ওপেনটি জিতে নিলেন স্প্যানিশ টেনিস তারকা। সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন আরেক টেনিস কিংবদন্তি রজার ফেডেরারের ২০টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডও। ১৩টি ফরাসী ওপেনের পাশাপাশি নাদালের ঝুলিতে রয়েছে ৪টি ইউএস ওপেন, ২টি উইম্বলডন ও ১টি অস্ট্রেলিয়ান ওপেন।অন্যদিকে, শনিবারই মহিলাদের সিঙ্গলসে চতুর্থ বাছাই সোফিয়া কেনিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হন পোল্যান্ডের (Poland) ইগা সোয়াইতেক (Iga Swiatek)। এই টেনিস খেলোয়াড় ভাঙেন অনন্য একটি রেকর্ডও। ২৮ বছর পর কনিষ্ঠতম মহিলা হিসেবে ফরাসি ওপেন জিতে নজিরও গড়েন তিনি। ১৯ বছর বয়সি সোয়াইতেকের পক্ষে খেলার ফল ছিল ৬-৪, ৬-১।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
বিরাটের জন্য আবেগঘন পোস্ট অনুষ্কার
একেই বলে ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’