নিজস্ব সংবাদদাতা : সন্ত্রাসবাদী হামলায় ফের রক্তাক্ত কাশ্মীর, জঙ্গিদের গুলিতে মৃত ৩ বিজেপি কর্মী। কুলগাম এলাকার যুব মোর্চার সাধারণ সম্পাদক ফিদা হুসেন ইটু এবং দুই বিজেপি কর্মী উমর হাজাম ও হারুন রশিদ বেগের উপর ওয়াই কে পোরা এলাকায় অতর্কিতে হামলা চালায় কয়েকজন জঙ্গি। ওই তিন জনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। পরে তাঁরা রাস্তায় লুটিয়ে পড়তেই এলাকা ছেড়ে পালিয়ে যায় জঙ্গিরা। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাড়াতাড়ি ওই তিন বিজেপি নেতা-কর্মীকে উদ্ধার করে কাজীগুন্দ হাসপাতালে নিয়ে যান। কিন্তু, সেখানকার চিকিত্সকরা ওই তিন জনকে মৃত বলে ঘোষণা করেন।হামলার পর পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে পুলিশ। একাধিক আইনে মামলা রুজু হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। কোনও জঙ্গি গোষ্ঠী এখনও হামলার দায় স্বীকার করেনি। আততায়ীদের সন্ধান চলছে।গত জুলাই মাসে সন্ত্রাসবাদীদের বুলেটে ঝাঁজরা হয়ে গেছিল জম্মু ও কাশ্মীরের প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি ওয়াসিম বারির শরীর। বাড়ির সামনে মৃত্যু হয় তাঁর বাবা ও ভাইয়েরও। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবা এবং হিজবুল মহম্মদ জঙ্গি সংগঠনের সম্মিলিত স্থানীয় সগঠন ‘দি রেজিটেন্স ফ্রন্ট’। যদিও পুলিশের দাবি ছিল, এই হামলার মূলচক্রী পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ।
Report by
Reported on – 30th October 2020
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল