ফের পাকিস্তানে জঙ্গি হামলা। দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে একটি গাড়ির কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। করাচি থেকে ২৫০ কিমি দূরে বৃহস্পতিবার এই হামলা চালানো হয়।
ভয়াবহ এই হামলায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৭ জন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, ওই গাড়ির কনভয়ে করে গাদার থেকে তেল ও গ্যাস বিভাগের কর্মীদের করাচি নিয়ে যাওয়া হচ্ছিল, সেসময়ই হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা।
এই হামলার তীব্র নিন্দা করে পাক প্রধানমন্ত্রী ইমরান খান কড়া প্রতিক্রিয়া দেন। জঙ্গিরা প্রথম হামলা চালালেও পালটা জবাব দেয় নিরাপত্তারক্ষীরা। উভয় পক্ষের মধ্যে ভারী গোলাগুলি চলে বলে খবর। তবে একটি সূত্র জানাচ্ছে, ৭-৮ জন হামলাকারী রকেট লঞ্চারসহ অন্য ভারি অস্ত্র নিয়ে ওই কনভয়ের ওপর হামলা চালায়। তবে জঙ্গিদের কাউকে ধরা সম্ভব হয়নি।
Report by Beauro Report
Reported on – 17-October-2020
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল