নিজস্ব সংবাদদাতা : কেউ হয়তো রাস্তার বরফ পরিষ্কার করছেন। কোথাও আবার দেখা যাচ্ছে তুষারের মধ্যে আটকা পড়ে রয়েছে গাড়ি। বর্তমানে জাপানের পরিস্থিতি এমনটাই। পরিস্থিতি খতিয়ে দেখতে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। বিবিসির একটি রিপোর্টে বলা হয়েছে জোশিনেতসু এক্সপ্রেসওয়েতে আরও একটি ট্র্যাফিক জ্যামের সৃষ্টি হয়। সেই জ্যামেও প্রায় ৩০০ গাড়ি আটকা পড়েছিল। বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এও জ্যাম ছিল। বিরাট ভোগান্তির মধ্যে পড়েন সাধারণ মানুষ।, নিগাতা এবং গুনমা প্রদেশকে কেন্দ্র করেই এই তুষারপাত হয়েছে। তিন দিনের মধ্যে প্রায় ২ মিটার তুষারপাত দেখা গিয়েছে। ভারী তুষারপাতের জেরে বিদ্যুত্হীন হয়ে পড়েছে উত্তর ও দক্ষিণের প্রায় ১০ হাজার বাড়ি।এক হাজারেরও বেশি গাড়ির ড্রাইভার তাঁদের গাড়ির মধ্যেই রাত কাটাতে বাধ্য হন। রেকর্ড হারে তুষারপাতের জেরে দেশের বেশিরভাগ অংশে বরফের আস্তরণে ঢেকে গেছে।আটকে পড়া গাড়ির ড্রাইভারদেরকে উদ্ধারকারী দল খাবার, জ্বালানি তেল ও কম্বলও দেয়।এক চালক জানান, ‘আমার ঘুম হয়নি, আমি অত্যন্ত ভীত ছিলাম কারণ বাইরের পরিস্থিতি নিয়ে কোনও খবরই আমি পাচ্ছিলাম না। ‘ ১৭ ঘণ্টা ধরে আটকে থাকা অপর এক চালক বলেন, ‘ধারণাই করতে পারিনি এতো অল্প সময়ের মধ্যে এতো পরিমাণ তুষারপাত হবে। এটা জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি।’
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল