নিজস্ব সংবাদদাতা : ছাগলের চামড়া দিয়ে তৈরি আড়াইশো বছর আগেকার জুতো। ফ্রান্সের সর্বশেষ রানি মারি-আঁতোয়ানেতের জুতো জোড়া নিলামে তোলা হয়।জুতা জোড়ার দাম সর্বোচ্চ ১০-১২ হাজার ডলার পর্যন্ত দাম উঠতে পারে বলে ধারণা করছিলেন অনসেন্ট নিলাম হাউসের কর্মকর্তারা। কিন্তু নিলামে তোলার পর গোটা দুনিয়া থেকে ডাক উঠতে থাকে এর। শেষপর্যন্ত তা বিক্রি হয় ৫১ হাজার ডলারে। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮ লাখ টাকা। সংগ্রহে রাখার জন্য এ জুতা জোড়া যিনি কিনেছেন, তার নাম প্রকাশ করা হয়নি।সাদা রঙের ৮ দশমিক ৮ ইঞ্চি লম্বা এ জুতা ছাগলের চামড়া দিয়ে তৈরি। কিছুটা উঁচু হিলের এ জুতার ওপরের অংশটি রিবন দিয়ে সাজানো। দেশটির ষোড়শ রাজা লুইয়ের স্ত্রী মারি-আঁতোয়ানেত ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানি ছিলেন। বছর দুয়েক আগে রানির ব্যবহৃত অলঙ্কারও নিলামে তোলা হয়। কয়েক মিলিয়ন ডলারে বিক্রি হয়।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল