নিজস্ব সংবাদদাতা : ডিডিসিএ’তে উন্মোচন করা হল প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির মূর্তি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, বিজেপি সাংসদ গৌতম গম্ভীর-সহ আরও অনেকেই। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজনীতির কোনও প্রসঙ্গই ওঠেনি সৌরভের কথায়। বদলে ক্রিকেটের প্রতি অরুণ জেটলির অবদানের কথাই শোনা যায় তাঁর মুখে। মহারাজের কথায়, ”অরুণ জেটলি বরাবরই ক্রিকেটার্স পার্সন ছিযেন। কোনও প্রাক্তন ক্রিকেটারকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে, তিনিও তাই বলবেন। ক্রিকেটে একজনের প্রশাসকের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি নিজেও সেটা বুঝেছি।” রবিবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন সৌরভ । সোমবার সকালে দিল্লি উড়ে যান। ডিডিসিএ’তে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে এক মঞ্চে উপস্থিত খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বভাবতই বাংলা-সহ গোটা দেশেরই নজর ছিল সেদিকে। তবে দুজনের কারোর মুখেই রাজনীতির কথা শোনা যায়নি। যাবার আগে অবশ্য সৌরভ বলে গিয়েছিলেন, ‘শুধু শুধু আমাকে নিয়ে জল্পনা করা হচ্ছে। জল্পনা করার মতো কোনও খবরই নেই। একটা মানুষ সৌজন্য সাক্ষাত্ করতে পারে না? দিল্লিতে যাচ্ছি ডিডিসিএ-র অনুষ্ঠানে।
Report by Mitali Ghoah
Reported on – 29/12/2020
More Stories
জমে উঠেছে ” ছন্দার হেঁসেল ” _ কি বললেন দর্শকরা শুনুন
বাংলায় প্রথম চার মহিলা পুরোহিত, মা কে করবে আহ্বান.
Uddhav Thackeray has announced, Mumbai local trains will open from August 15 onwards