নিজস্ব সংবাদদাতা : জেলা পরিষদের মেন্টর পদ ত্যাগ করলেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ তৃণমূল নেতা প্রণব বসু। শুভেন্দু অনুগামী হিসেবে পরিচিত এই নেতা দীর্ঘ দশ বছর মেদিনীপুর পুরসভার পুরপ্রধান ছিলেন। গত ২০১৮ সালের নভেম্বর মাসে পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে যায়। প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহন করেন তত্কালীন সদর মহকুমাশাসক। মাত্র কয়েক মাসের মধ্যেই অবশ্য প্রণববাবুকে এবং মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতিকে সহ-প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়। পরবর্তীকালে সহ-প্রশাসক হিসেবে নিযুক্ত হন বিদায়ী কাউন্সিলর নির্মাল্য চক্রবর্তী। বর্তমানে পুরপ্রশাসক পদে রদবদল ঘটানো হয়েছে। মহকুমাশাসকের বদলে মুখ্য প্রশাসক করা হয়েছে খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়কে। তাঁর অধীনে প্রশাসক বোর্ডের সদস্য হিসেবে রাখা হয়েছে মৃগেন মাইতি ও নির্মাল্য চক্রবর্তীকে। বাদ পড়ে গিয়েছে প্রণববাবুর নাম। সেইসময়ই প্রণব বসু বলেছিলেন, তিনি শুভেন্দুর সঙ্গেই থাকবেন। দল হয়ত তাঁকে এখন অপ্রয়োজনীয় মনে করছে। এবার তিনি নিজেই গিয়ে জেলা পরিষদের মেন্টর পদ থেকে ইস্তফা দিলেন। প্রণববাবু বলেন, ‘শুভেন্দুবাবু কী পদক্ষেপ গ্রহণ করেন সেই অপেক্ষাতেই আছি। তারপর সিদ্ধান্ত নেব। আপাতত সমাজসেবার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চাই।’ প্রসঙ্গত, শুভেন্দু প্রশ্নে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় তৃণমূলে শিবির ভাগ লক্ষ্য় করা যাচ্ছে। এক পক্ষ মনে করছে, ‘শুভেন্দু বিজেপিতে গেলে তৃণমূলেরই ভোট বাড়বে’। আবার অন্য পক্ষের কথায়, ‘তৃণমূলে শুভেন্দুর কোনও বিকল্প নেই’।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল