অবশেষে জেল থেকে মুক্তি পেয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দেড় মাস পরে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অভিনেতার বাবা কে কে সিং। এর পরে গত ৮ সেপ্টেম্বর মাদকযোগ থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। কিন্তু জেলে কেমন ছিলেন রিয়া? সংবাদমাধ্যমের কাছে জানালেন তাঁর আইনজীবী সতীশ মানশিন্দে।
সতীশ মানশিন্দে দাবি করেছেন, রিয়ার প্রতি সুশান্তের পরিবার প্রতিহিংসাপরায়ণ আচরণ করেছে। ২৮দিন পরে মুম্বইয়ের বাইকুল্লা জেল থেকে মুক্তি পেয়েছেন রিয়া চক্রবর্তী। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সতীশ রিয়াকে বাংলার বাঘিনী বলে সম্বোধন করেছেন। জানিয়েছেন নষ্ট হয়ে যাওয়া ভাবমূর্তিকে নতুন করে গড়ে তুলতে লড়াই করবেন রিয়া।
জেলে থাকাকালীন ইতিবাচক থাকার চেষ্টা করেছিলেন রিয়া চক্রবর্তী। জানিয়েছেন তার আইনজীবী সতীশ মানশিন্দে। সেই সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলছেন, কোনও ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে বহু বছর পরে আমি নিজে জেলে গেলাম। কারন ওকে সত্যি ফাঁসানো হয়েছিল। ও কেমন আছে সেটা দেখতে গিয়েছিলাম। তবে সৌভাগ্যবশত ওর মনের জোর ছিল। জেলে ও নিজের খেয়াল রেখেছে। নিয়মিত নিজে যোগ ব্যায়াম করত এবং জেলের অন্যান্য কয়েদিদের শেখাতো। জেলে ও নিজেকে মানিয়ে নিয়েছিল। মহামারীর জন্য বাড়ির খাবার খাওয়ার কোনো সুযোগ ছিল না। সাধারণ কয়েদিদের মতই সেখানে ছিল রিয়া। একজন মেয়ে হিসেবে ও এই লড়াই করেছে। কেউ ওর ক্ষতি করতে চাইলে ও তার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত।
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল