নিজস্ব সংবাদদাতা : জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ৯৯.৮ শতাংশ নম্বর পেয়ে অসমে শীৰ্ষ স্থান দখল করেছিলেন জনৈক নীলনক্ষত্র দাস। নীলনক্ষত্রের হয়ে যে ভাড়াটে ব্যক্তি পরীক্ষা দিয়েছিলেন সেই আত্মগোপনকারী প্রদীপ কুমারকে নয়াদিল্লির গোপন স্থান থেকে গ্রেফতার করেছে অসম পুলিশ। রাজ্য কাঁপানো জেইই কেলেংকারি ফাঁস হওয়ার পর ভাড়াটে পরীক্ষাৰ্থী বলে নাম জড়িয়েছিল জনৈক প্ৰদীপ কুমারের। নয়াদিল্লি থেকে ইন্ডিগো বিমানে চড়ে ধৃত প্রদীপ কুমারকে গুয়াহাটি নিয়ে এসেছে অসম পুলিশের দল, জানিয়েছেন পুলিশ কমিশনার মুন্নাপ্রসাদ গুপ্তা। গুয়াহাটিতে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানান পুলিশ কমিশনার। পুলিশ কমিশনারের সন্দেহ প্ৰদীপ কুমার একজন পেশাদারি ভাড়াটে পরীক্ষাৰ্থী। ডা. জ্যোতিৰ্ময় দাস তার ছেলের বদলে চলতি বছরের ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেইই-র মূল পরীক্ষায় ২০ লক্ষ টাকার বিনিময়ে ভাড়াটে পরীক্ষার্থীকে বসিয়েছিলেন। জানা গেছে, ওই পরীক্ষায় ৯৯.৮ শতাংশ নম্বর লাভ করে রাজ্যে শীৰ্ষ স্থান দখল করেছিলেন নীলনক্ষত্ৰ দাস।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল