নিজস্ব সংবাদদাতা : পরনে একটা গেরুয়া ঘেঁষা রঙের কাট স্লিভ জ্যাকেট। হাতে চায়ের কাপ নিয়ে চুমুক দিচ্ছেন। চোখে কালো চশমা। ভাবছেন কার কথা বলছি ? তিনি অন্য কেউ নন, রাজনীতির বর্ণময় চরিত্র মদন মিত্র। সেই মদন মিত্রের ফেসবুক পোস্টের ক্যাপশনে নাকি লেখা ‘টাইম ফর প্যাক আপ!’ এর পর থেকেই শুরু হয়েছে জল্পনা। মানেটা কি ? কী বোঝাতে চাইছেন তৃণমূল নেতা ? প্যাক আপ মানে কি তবে পাত্তারি গোটানোর কথা বলছেন? এবিষয়ে ফোনে প্রশ্ন করা হলে অবশ্য মুখ খুলতে চাননি তিনি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এড়িয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে প্রথম দিন থেকেই সৈনিক তিনি। তবে তৃণমূল ছাড়াও মদন মিত্রর অন্য পরিচয়ও রয়েছে। কলকাতায় ট্যাক্সি ইউনিয়নের অবিসংবাদী নেতা ছিলেন তিনি। শুধু তাই নয়, বিপদে আপদে হাসপাতালে ভর্তি করা, লোকের পাশে দাঁড়ানো এ ব্যাপারেও মদন মিত্রর নাম ডাক রয়েছে। পরে অবশ্য চিট ফান্ড কাণ্ডে গ্রেফতার হন মদন। প্রায় সাড়ে তিন বছর জেলে ছিলেন তিনি।জেল থেকে বেরিয়ে সক্রিয় রাজনীতিতে তাঁকে সেভাবে দেখা যায়নি, অনেকেই বলছেন তৃণমূলে নাকি তিনি অনেকটাই ব্রাত্য হয়ে গেছেন। এরই মধ্যে ফেসবুকে এই ধরণের ক্যাপশন স্বভাবতই জল্পনা বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে।
New Hopes New Visions
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত