নিজস্ব সংবাদদাতা : গত মাসে রাশিয়ার সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, দেশটির উদ্ভাবিত করোনার টিকা স্পুটনিক ভি’র ট্রায়ালে ৯২ শতাংশ সফলতা এসেছে। প্রথম করোনার টিকা উদ্ভাবনের ঘোষণায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, স্পুটনিক ভি খুবই নিরাপদ। এটি তার মেয়ের দেহেও পুশ করা হয়েছে। ইতিবাচক ফল পাওয়া গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি টিকাটি তৈরি করেছে। এবার এক টেলি কনফারেন্সে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্দেশ দিলেন, আগামী সপ্তাহের শেষের দিক থেকে গণহারে সম্ভাব্য করোনার টিকা প্রয়োগ করতে যাচ্ছে রাশিয়া। ভ্যাকসিন প্রয়োগের তালিকায় চিকিত্সা কর্মী ও শিক্ষকদের প্রাধান্য দেওয়া হবে। রাশিয়ার তৈরি টিকাটি ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। প্রস্তুতকারী সংস্থাটির দাবি, আন্তর্জাতিক বাজারে তাদের তৈরী টিকাটির প্রতি ডোজ ১০ ডলারের কম মূল্যে পাওয়া যাবে, ভারতীয় মুদ্রায় প্রায় ৮ হাজার টাকা। তবে নিজেদের দেশের জনগণের জন্য এই টিকা বিনা মূল্যে সরবরাহ করা হবে বলে ঘোষণা দিয়েছে রুশ সরকার। দেশটির উপ-প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভাকে পুতিন নির্দেশ দিয়ে বলেছেন, এই পদ্ধতিটি এমনভাবে সংগঠিত করতে হবে যাতে আগামী সপ্তাহের শেষের দিকেই বৃহত্ পরিসরে টিকা প্রয়োগ শুরু করা সম্ভব হয়।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল