নিজস্ব সংবাদদাতা : প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে ১০০০টি ছয় মারার রেকর্ড গড়লেন ক্রিস্টোফার হেনরি গেইল। প্রমাণ করে দিলেন কেন তাঁকে ‘ইউনিভার্সাল বস’ বলা হয়। টস জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায় রাজস্থান। প্রথম ওভারে মনদীপ আউট হতেই মাঠে আসেন গেইল। প্রথমে কিছুটা ধরে খেলে ফেরত আসেন পুরনো মেজাজে। একের পর এক ছয় আছড়ে পড়ে শেখ জায়েদ স্টেডিয়ামে। প্রথমে রাহুলের সঙ্গে ১২০ রানের পরে নিকোলাস পুরানের সঙ্গে ৪১ রানের পার্টনারশিপও গড়েন তিনি। তবে একটুর জন্য শতরান হাতছাড়া হয় তাঁর। ৬৩ বলে ৯৯ রান করে আর্চারের বলে বোল্ড হন তিনি। আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেছিলেন গেইল। পেস, স্পিন সব বলের বিরুদ্ধেই সমান সাবলীল দেখাচ্ছিল তাঁকে। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৫ তোলে পাঞ্জাব। গেইলের ৬৩ বলে ৯৯ রানের ব্যাটিংর ঝড়ের পাল্টা বিধ্বংসী ব্যাটিং রাজস্থানের বেন স্টোকসের। প্লে অফে টিকে থাকার জন্য এদিন পাঞ্জাবের বিরুদ্ধে মরণ বাঁচন লড়াইয়ে রাজস্থান। আবুধাবিতে পাঞ্জাবকে হারিয়ে ২ পয়েন্ট পেলে তবেই প্লে অফে চতুর্থ স্থানের জন্য লড়াইয়ে থাকবে স্টিভ স্মিথের দল। এই পরিস্থিতিতে গেইল ঝড়ে জবাবে স্টোকস ধামাকা! জয়ের জন্য ১৮৬ রান তাড়া করতে নেমে রাজস্থানের হয়ে ওপেনিংয়ে বেন স্টোকস এদিন ২৬ বলে ৫০ হাঁকিয়ে আউট হন। ছটি চার ও ৩টি ছক্কায় ইনিংস সাজান স্টোকস। উথাপ্পা ৩০ ও স্যামসন ৪৮ করে আউট হন। ফলে শেষদিকে কিছুটা চাপে পড়ে যায় রাজস্থান। দলকে জেতানোর দায়িত্ব ছিল দুই অভিজ্ঞ জশ বাটলার ও অধিনায়ক স্টিভ স্মিথের হাতে। দায়িত্ব নিয়ে ব্যাট করলেন তাঁরা। সহজেই জয় তুলে নিল রাজস্থান রয়্যালস। এই জয়ের ফলে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে চলে এল রাজস্থান।
New Hopes New Visions
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বৃষ্টিভেজা নর্দান পার্কে জয় হল ফুটবলের , চ্যাম্পিয়ন সুরুচি সংঘ