নিজস্ব সংবাদদাতা : শনিবার লিগের শেষ লড়াইয়ে ট্রেলব্লেজার্সকে ২ রানে হারিয়ে ফাইনালের টিকিট হাতে পেয়ে গেল হরমনপ্রীতের দল সুপারনোভাস।মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ২০২০-এর ডু অর ডাই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সুপারনোভাস। ওপেন করতে নেমে শুরুটা দারুণ করেন প্রিয়া পুনিয়া ও চামারি আত্তাপাত্তু। তাঁদের মধ্যে ৮৯ রানের পার্টনারশিপ হয়। ৩০ করে আউট হন প্রিয়া। ৬৭ রানের অনবদ্য ইনিংস খেলেন আত্তাপাত্তু। ৩১ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে সুপারনোভাস। ট্রেলব্লেজার্সের হয়ে একটি করে উইকেট নেন ঝুলন গোস্বামী, সালমা খাতুন ও হার্লিন দেওল। এদিন সুপারনোভাসের বিরুদ্ধে ১৪৭ রান তাড়া করতে নেমেছিল ট্রেলব্লেজার্স। ওপেনার দীনেন্দ্র ডোটিন ও স্মৃতি মান্ধানার মধ্যে ৪৪ রানের পার্টনারশিপ হয়। ২৭ রান করেন ডোটিন। ৩৩ রান করেন মান্ধানা। ৪০ বলে ৪৩ রানের অনবদ্য ইনিংস খেলেন দীপ্তি শর্মা। ১৫ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন শার্লিন দেওল। যদিও ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রানের বেশি তুলতে পারেনি ট্রেলব্লেজার্স।রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ পর্যন্ত বাজিমাত করে সুপারনোভাস। এই জয়ের ফলে মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ফাইনালে পৌঁছেছেন হরমনপ্রীত কৌররা। ফাইনালে এই দুই দলই মুখোমুখি হবে। প্রতিযোগিতা থেকে ছিটকে গেল মিতালী রাজের ভেলোসিটি।
New Hopes New Visions
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বৃষ্টিভেজা নর্দান পার্কে জয় হল ফুটবলের , চ্যাম্পিয়ন সুরুচি সংঘ