নিজস্ব সংবাদদাতা : মেলবোর্নে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করল ভারত। উইকেটকিপার ঋদ্ধিমান সাহা এবং ওপেনার পৃথ্বী শ বাদ পড়েছেন দল থেকে। গুরুত্বপূর্ণ ম্যাচে টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক ঘটতে চলেছে ওপেনার শুভমান গিল ও ফাস্ট বোলার মহম্মদ সিরাজের। দলে কেএল রাহুলের জায়গা না হওয়ায় অবাকই হয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। মিডল অর্ডারে থাকবেন রাহানে, হনুমা বিহারী এবং উইকেটকিপার ঋষভ পন্থ। অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে দলে নেওয়া হয়েছে। স্পিনার রবিচন্দ্রন অশ্বিন থাকছেন দলে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বক্সিং ডে টেস্টে নেই অধিনায়ক বিরাট কোহালি। তাঁর বদলে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে। ওপেন করতে নামবেন ময়ঙ্ক আগরওয়াল এবং শুভমন গিল। ৩ নম্বরে চেতেশ্বর পূজারা। ৩ পেসার নিয়েই নামবে ভারত। ওপেনার পৃথ্বী-র বদলে দলে এলেন শুভমন। বিরাটের বদলে অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। বাংলার উইকেটকিপার ঋদ্ধির পরিবর্তে পন্থ। চোট পেয়ে ছিটকে যাওয়া শামির বদলে দলে নেওয়া হল সিরাজকে। মেলবোর্ন টেস্টে ভারতের প্রথম একাদশ: অজিঙ্ক রাহানে (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ। এদিকে ঋদ্ধি দলে থাকুন, চাইছেন প্রাক্তন উইকেটকিপাররা। দারুন চটেছেন কিরমানি, কিরণ মোরের মতো প্রাক্তন উইকেটকিপাররা। আগের টেস্টে ৩৬ রানে অলআউট হওয়ার দায় কি শুধু ঋদ্ধির, প্রশ্ন ক্রীড়াপ্রেমীদের। ১৯৮৩ বিশ্বকাপের উইকেটকিপার সৈয়দ কিরমানি জানিয়েছেন, খুব অবাক হওয়ার বিষয় হবে যদি ঋদ্ধি বাদ যায়। ৩৬ রানে ইনিংস শেষ হওয়ার দায় কি একা ঋদ্ধির ? বাকিরা কি করছিলেন ? কিরণ জানান, অস্ট্রেলিয়ায় স্পিন বলে কিপিং করা খুব কঠিন, ভীষণই বাউন্স করে বল। এখানে ঋদ্ধির মতো কেউ আছে নাকি ?
New Hopes New Visions
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বৃষ্টিভেজা নর্দান পার্কে জয় হল ফুটবলের , চ্যাম্পিয়ন সুরুচি সংঘ