নিজস্ব সংবাদদাতা : বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বুধবার করা ট্রাকিওস্টোমি অস্ত্রোপচার সফল হয়েছে। অস্ত্রোপচারের পর ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে অভিনেতাকে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।বুধবার রাতে বেলভিউ হাসপাতালের তরফে চিকিত্সক অরিন্দম কর জানিয়েছেন, ‘বুধবার ট্র্যাকিয়োস্টমি করা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। খুব সফল ভাবে করা হয়েছে অস্ত্রোপচার। ইএনটি বিশেষজ্ঞ দীপঙ্কর দত্ত এই অস্ত্রোপচার করেন। সৌমিত্রবাবুর হেমাটোলজি সংক্রান্ত বিভিন্ন সমস্যাও রয়েছে। তাঁর প্লেটলেট কাউন্ট বেশ কিছুটা কম। অন্যান্য সমস্যাও রয়েছে। তার মধ্যে এই অস্ত্রোপচার করা খুব কঠিন ছিল। কিন্তু অস্ত্রোপচার সফল হয়েছে। তাঁর রক্তক্ষরণের সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।’ অরিন্দম কর আরও জানিয়েছেন, ‘আগামীকাল প্লাজমাফেরেসিস করার সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড। এটা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সচেতনতা ফেরাতে সাহায্য করতে পারে’। হাসপাতাল সূত্রে খবর, কিডনি তাঁর স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে এখনও ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগবে। এমনটাই আশা করছেন বিশেষজ্ঞ চিকিত্সকেরা। কারণ, বেশিরভাগ নেফ্রোটক্সিক উপাদান কিডনি থেকে বের করে নেওয়া গিয়েছে। বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ মোটের উপর স্বাভাবিক কাজ করছে। ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে আছে। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।আপাতত অভিনেতার শরীরে কোনও জ্বর নেই। রক্তচাপ ও অক্সিজেন স্যাচুরেশনও স্বাভাবিক। সৌমিত্র চট্টোপাধ্যায় যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন, তাতে তাঁকে কুর্নিশ জানিয়েছেন একাধিক চিকিত্সক। একাধিক কো মরবিড উপসর্গ নিয়েও চিকিত্সায় ভালো সাড়া দিচ্ছেন তিনি। তার বয়সে এই লড়াই করা সহজ নয় এককথায় মেনে নিয়েছেন চিকিত্সকরাই।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন