নিজস্ব সংবাদদাতা : প্রতিশ্রুতি দিয়েও হঠাত্ করেই ২.৩ ট্রিলিয়ন ডলার মূল্যের অতিমারি মোকাবিলা তহবিল বিল পাশ করলেন না ডোনাল্ড ট্রাম্প। মার্কিন শ্রম দপ্তর জানাচ্ছে, এই বিলে স্বাক্ষর না করলে ১৪০ লক্ষ নাগরিক বঞ্চিত হবেন। মাসের পর মাস তর্ক-বিতর্কের পর রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক দল অতিমারি সাহায্যকল্পের এই তহবিলে সম্মত হয়। আপত্তি জানাননি ট্রাম্পও। কিন্তু এখন আচমকাই তাঁর মনে হয়েছে এর ফলে বিশেষ স্বার্থ, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিদেশের সাহায্যে অত্যধিক অর্থ খরচ হয়ে যাবে। তাঁর সই না করার সিদ্ধান্তে ডেমোক্রাটিকরা তো বটেই, অবাক হয়েছেন রিপাবলিকান পার্টির সদস্যরাও।চলতি বছরের শুরুতেই করোনার গ্রাসে চলে যায় গোটা বিশ্ব। সংক্রমণ রুখতে জারি হয় লকডাউন। বন্ধ হয়ে যায় সমস্ত কিছু। গৃহবন্দি হয়ে পড়েন সাধারণ মানু্ষ। গোটা বিশ্বের মতো মার্কিন মুলুকেও কাজ হারান অনেকে। বেকার হয়ে পড়া যুবক-যুবতীদের সঞ্চয়ও ফুরিয়ে আসতে থাকে। অনেকেই ধারদেনাও করেন। এই অবস্থায় তাঁদের সাহায্যের জন্য এই বিল আনার কথা ভাবা হয়। এতে মার্কিন বেকার যুবক-যুবতীরা ৬০০ ডলার করে মাসে আর্থিক সাহায্য পেতে পারতেন। ট্রাম্পের বক্তব্য, বিলের নাম দেয়া হয়েছে কোভিড রিলিফ বিল, কিন্তু কোভিডের সঙ্গে এর প্রায় কোন সম্পর্কই নেই। এর জেরে মার্কিন সরকার আংশিক ভাবে বন্ধ হয়ে যেতে পারে। যদি না অন্য একটি বিল পাশ করাতে সক্ষম হয় মার্কিন কংগ্রেস। বিলটি হাউজ অব রিপ্রেজেন্টেটিভে ৩৫৯-৫৩ ভোটে এবং সেনেটে ৯২-৬ ভোটে পাস হয়। যুক্তরাষ্ট্রে এর আগে কোভিড-১৯ এর জন্য যেসব আর্থিক প্রণোদনার ব্যবস্থা ছিল, সেগুলোর বেশিরভাগের মেয়াদ এ মাসে শেষ হওয়ার কথা।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল