মার্চ 22, 2023

Disha Shakti News

New Hopes New Visions

ট্রুকলারের মতো ফিচার এনেছে গুগল

নিজস্ব সংবাদদাতা : অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার গ্রাহকদের জন্য ট্রুকলারের মতো ফিচার এনেছে ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল। জানা গিয়েছে, নয়া এই ফিচারের মাধ্যমে বিপজ্জনক কল অর্থাত্ স্ক্যাম এড়ানো যাবে। গুগলের নতুন এই ফিচারটির নাম ‘ভেরিফায়েড কলস’। ভেরিফায়েড কলস ফিচার ব্যবহার করলে অ্যান্ড্রয়েড গ্রাহকরা অপরিচিত কোনও কলারের নাম, লোগো এবং কলের কারণ জানতে পারবেন। এছাড়া ওই কলে একটি ভেরিফিকেশন চিহ্নও থাকবে, যার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে যে, ওই কলটি গুগল কর্তৃক ভেরিফাইড। নতুন এই ফিচার সম্পর্কে এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, ভেরিফায়েড কলসের পাইলট প্রোগ্রামে আমরা ইতিবাচক ফলাফল পেয়েছি। এ কারণেই এটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে। ফিচারটি শুরুতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ব্রাজিল, স্পেন এবং ভারতের অ্যান্ড্রয়েড গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। এছাড়াও টিকটক, ইনস্টাগ্রামসহ অন্যান্য মাধ্যমের ছোট ছোট ভিডিওগুলি যাতে দেখা যায় , সার্চ জায়ান্ট গুগল এমনই একটি ফিচারের পরীক্ষা চালাচ্ছে।বর্তমানে টিকটক ও ইনস্টাগ্রামের ভিডিও দেখতে হলে প্রতিটি প্ল্যাটফর্মে আলাদাভাবে প্রবেশ করতে হয়। কিন্তু গুগলের এই ফিচারটি চালু হলে সার্চ রেজাল্টে এক জায়গায়ই সব ভিডিও পাবেন ব্যবহারকারীরা।

Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 07/01/2021

Share this News
error: Content is protected !!