নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ প্রায় আট মাস পর লোকাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে বাংলায়। রেল-রাজ্য দফায় দফায় বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, আগামী বুধবার অর্থাত্ ১১ নভেম্বর থেকে বাংলায় লোকাল ট্রেনের চাকা গড়াবে। রেল সূত্রে খবর, প্রতিদিন ৬৯৬টি ট্রেন চলবে রাজ্যে। প্রথম পর্যায়ে শিয়ালদা ডিভিশনে চলবে ৪১৩টি ট্রেন।আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে ছুটবে লোকাল। আগের মত সব স্টেশনেই থামবে ট্রেন। সোমবার সকাল থেকেই স্টেশনে-স্টেশনে শুরু হয় মান্থলি পাসের পুনর্নবীকরণ তার জন্য স্টেশনে হাজির হন রেল যাত্রীরা। ইতিমধ্যেই শুরু হয়েছে ট্রেন স্যানিটাইজ করার প্রক্রিয়া। স্টেশনে ৫ গজের দূরত্ব রেখে কাটা হয়েছে গোল গোল দাগ। থাকবে থার্মাল চেকিং এর ব্যবস্থা।এছাড়াও রেলের কামরায় লাগানো হয়েছে পোস্টার। যেখানে কোভিড স্বাস্থ্যবিধি লেখা রয়েছে। শিয়ালদহ মেন শাখার বিভিন্ন স্টেশন পরিদর্শন করেন ডিআরএম। পরিষেবা শুরুর আগে গুরুত্বপূর্ণ স্টেশনগুলি খতিয়ে দেখেন তিনি। ব্যারাকপুর, কল্যাণী ও নৈহাটি স্টেশন পরিদর্শনে যান শিয়ালদার ডিআরএম। পরিদর্শন শেষে ডিআরএম জানান, ট্রেন চলার জন্য প্রতিটি স্টেশনই প্রস্তুত। তবে পরিষেবা চালু হলেও ট্রেনে হকারদের ওঠা ও স্টেশনে হকারদের দোকান খোলার ওপর আপাতত নিষেধাজ্ঞা থাকছে। করোনা পরিস্থিতিতে রেলের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ডিআরএম।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 10/11/2020
New Hopes New Visions
More Stories
অভিনব উদ্যোগ পৌরমাতা ইতু চক্রবর্তীর
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে