নিজস্ব সংবাদদাতা : ফুচকা খেতে ভালোবাসে না এমন মানুষ পাওয়া দুস্কর।ফুচকার মধ্যে আলুর পুর ভরে তারপর তা তেঁতুল জলে ডুবিয়ে সোজা মুখে চালান করে দিয়ে যে স্বাদ পাওয়া যায় তা অমৃতের থেকে কোনো অংশে কম নয়। কিন্তু ছোট্ট একটা খবরে অসংখ্য ফুচকাপ্রেমী মুষড়ে পড়তে পারেন। রাস্তার ধারে খাবার খেতে ভালোবাসেন এমন কেউ কেউ আবার রেগে আগুনও হতে পারেন। মহারাষ্ট্রের কোলাপুরের এক ফুচকা বিক্রেতার কান্ডকারখানা ক্যামেরায় ধরা পড়তেই তেমনই ঘটনা ঘটেছে।ক্যামেরায় ধরা পড়েছে কোলাপুরের রনকালা লেকের কাছে ‘মুম্বই কে স্পেশাল পানি পুরিওয়ালা’ লেখা একটি হাতে টানা গাড়িতে নিয়মিত ফুচকা বেচতেন এক বিক্রেতা। তাঁর ফুচকার কদরও যথেষ্ট। অসংখ্য ক্রেতা ভিড় জমান তাঁর অস্থায়ী দোকানের সামনে। কিন্তু একটি ভিডিও প্রকাশ্যে আসতেই আঘাত লাগে ক্রেতার আবেগে। ভিডিয়োয় দেখা যায়, পাশের একটি টয়লেট থেকে জল ভরছেন ওই ফুচকা বিক্রেতা। তার পর সেই জল দিয়েই ফুচকা বেচছেন।ভিডিয়োটি প্রকাশ্যে আসতে এক দল লোক ফুচকাওয়ালার গাড়ির উপর চড়াও হয়। ছুড়ে ফেলে দেওয়া হয় সমস্ত সামগ্রী। ভাঙচুর চলে হাতে টানা গাড়িতে।২০১৭ সালে প্রায় এমনই ঘটনা ঘটেচিল গুজরাতে। বাথরুম পরিষ্কারের রাসায়নিক ফুচকায় মিশিয়ে বিক্রি করতে গিয়ে ধরা পড়ে জনৈক ফুচকাওয়ালা।তার ৬ মাস জেল হয়। মহারাষ্ট্রে এর আগেও এমন ঘটনা সামনে এসেছে । মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তখন ৩০০-র বেশি ফুচকা স্টল ভেঙে দেয়।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল