নিজস্ব সংবাদদাতা : স্নাতক স্তরে প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন প্রসেস বা প্রক্রিয়া শুরু করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন তথ্য গুলি ভেরিফিকেশন করিয়ে নেওয়া রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যেই পড়ে । কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে ভেরিফিকেশনের ওপর বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ প্রত্যেকটি কলেজের অধ্যক্ষদের। কিভাবে ভেরিফিকেশন করতে হবে সেই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিস্তারিত গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে । বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ভেরিফিকেশন প্রক্রিয়াতে দেখতে হবে ছাত্র-ছাত্রীর নাম এবং তাদের অভিভাবকদের নাম উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাডমিট কার্ডে যে নাম রয়েছে সেই নামে লেখা রয়েছে কিনা। দ্বিতীয়ত, লিঙ্গ,কাস্ট ক্যাটাগরি এবং ন্যাশনালিটিও চেক করতে হবে। কলেজ অধ্যক্ষদের জানিয়ে দেওয়া হয়েছে স্নাতক স্তরে প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে যদি দেখা যায় ভর্তি হওয়ার সময় যে সমস্ত ডকুমেন্ট নম্বর আপলোড করেছেন ছাত্রছাত্রীরা সেগুলো ভুল বা অবৈধ হয় তাহলে সেই ছাত্র ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ রেজিস্ট্রেশন প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে।অনেক কলেজের তরফেই অধ্যক্ষরা ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা বেশি নম্বর দিয়ে অনলাইনে তথ্য আপলোড করেছে। যার জেরে সমস্যার মুখে পড়েছেন কলেজের আধিকারিকরা। এই সংক্রান্ত অভিযোগের জন্যই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে কলেজের অধ্যক্ষ দের বলেই মনে করা হচ্ছে। ভেরিফিকেশন প্রক্রিয়া আগামী ২৪ শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে বলেও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কলেজের অধ্যক্ষদের নির্দেশিকা দিয়েছেন।
New Hopes New Visions
More Stories
বেহালায় সকাল সকাল দুয়ারে হাজির মেয়র
আগামীর রূপরেখার সূচনা করলো “বেহালা নাগরিক মঞ্চ”
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির