নিজস্ব সংবাদদাতা : করোনা নিয়ে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে মানুষ মানসিক অবসাদে ভুগছেন। করোনা আতঙ্কে আত্মহত্যাও করছেন অনেকেই। এবার সেই করোনা রোগিদের বিনোদনের কথা ভেবেই হাসপাতালে নাচতে দেখা গেল একজন ডাক্তারকে। ঘটনাটি অসমের সিলচর মেডিক্যাল কলেজের। রোগীদের মন ভালো রাখতে ডা. অরূপ সেনাপতি পিপিই কিট পরে নাচলেন ‘ওয়ার’ ছবির ঘুঙরু গানে। দেখে উচ্ছ্বসিত নেটদুনিয়া। ভিডিওটি প্রথম পোস্ট করেন তাঁরই এক সতীর্থ চিকিত্সক সৈয়দ ফয়জান আহমেদ। অরূপ সেনাপতির এই নাচ এখন ভাইরাল নেট দুনিয়ায়।ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে পিপিই কিট পরেই নাচছেন এই ডাক্তার। কোনও ক্লান্তি নেই যেন। সেই ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ খোদ ঋত্বিক রোশন। টুইটারে লিখলেন, ‘ডা. অরূপকে বোলো , একদিন অসম গিয়ে ওঁর থেকে এই নাচ শিখব। অসম্ভব স্পিরিট।’ ঋত্বিকের এই টুইটে অভিভূত ভক্ত অরূপ। ভাবতেও পারেননি ঋত্বিক তাঁর নাচ দেখে প্রশংসা করবেন। কোভিড ওয়ার্ডে সাত দিনের ডিউটি ছিল। রোগীদের মন চাঙ্গা করার চেষ্টা করতে তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন সামাজিক মাধ্যমে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল