নিজস্ব সংবাদদাতা : রাজনীতিতে ডিজিটাল যুদ্ধ এখন বেশ জনপ্রিয়। লাল শিবিরই বা পিছিয়ে থাকে কেন? ডিজিটাল প্রচারে অর্থ একটা বড় ব্যাপার। তাই ডিজিটাল প্রচারের জন্য তহবিল গড়ে নামতে চাইছে সিপিএম। বাংলা সিপিএমের ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে মুক্ত হস্তে দান করার আবেদন জানানো হয়েছে। শুধু তাই নয়। দলীয় সদস্যদের থেকে তিন দিনের আয় নিচ্ছে সিপিএম। নির্বাচনের সময়ে একদিনের আয় নেওয়া সিপিএমের রুটিন। সরকারে থাকার সময়েও এই টাকা নিত সিপিএম। আপাতত দলীয় স্তরে বলা হচ্ছে নিউজ পোর্টাল করার জন্য এই অর্থ নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, আলিমুদ্দিন স্ট্রিটের অদূরেই নোনাপুকুরে একটি অফিস ভাড়া নিয়েছ সিপিএম। সেখানে অন্তত ২৫-৩০ জনকে ওয়েজ দিয়ে রাখা হয়েছে। যাঁদের মূলতই ছাত্র-যুব ফ্রন্টের কর্মী। এমনিতে সিপিএমের সদস্যপদ রাখতে গেলে লেভি দিতে হয় দলকে। মাসিক আয়ের কত শতাংশ পার্টিকে দিতে হবে তা গঠনতন্ত্রে স্ল্যাব করে লেখা রয়েছে।জানা যাচ্ছে দলীয় সদস্যদের থেকে শুধু এই তিন দিনের আয় সংগ্রহ করেই অন্তত ৫০ কোটি টাকা তুলতে চলেছে সিপিএম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে,সরকারের পতনের পর এমনিতেই সিপিএমের ভাঁড়ে মা ভবানী দশা। অন্যদিকে সদস্য সংখ্যাও প্রতিবছর কমছে। এই পরিস্থিতিতে ডিজিটাল প্রচারে তৃণমূল-বিজেপির সঙ্গে পাল্লা দিতে তাই ডিজিটাল যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে আলিমুদ্দিন স্ট্রিট।
New Hopes New Visions
More Stories
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে