নিজস্ব সংবাদদাতা : বিজেপি সর্বভারতীয় সভাপতির বঙ্গ সফর শেষ হলেও তা নিয়ে কেন্দ্র ও রাজ্যের দড়ি টানাটানি যেন বেড়েই চলেছে।মুখ্যসচিব ডিজিপির পরে এবার তিন আইপিএস অফিসারকে ডেপুটেশানে ডাকল কেন্দ্র। এই তিন আইপিএস জেপি নাড্ডার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। জানা গিয়েছে এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে রাজ্য। স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, রাজীব মিশ্র, ভোলানাথ পাণ্ডে ও প্রবীণ ত্রিপাঠী নামের এই তিন অফিসারকে ডেপুটেশনে অ্যাটাচ চেয়ে পাঠানো হয়েছে দিল্লি থেকে। যদিও তাঁরা আদৌ দিল্লির ডাকে সাড়া দেবেন কিনা,সেটা নির্ভর করছে রাজ্য সরকারের উপর। রাজ্যের পক্ষ থেকে এনওসি দেওয়া হলে তবেই দিল্লি যেতে পারবেন তাঁরা। রাজ্যের একের পর এক শীর্ষ আধিকারিকে নজিরবিহীনভাবে ডেকে পাঠানোর ঘটনাকে মোটেই ভাল চোখে দেখছে না শাসক দল। বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, “এরকম করা যায় না, সেন্ট্রাল সুপারিশ করতে পারে। তবে আইনত এদের ছাড়া হবে কিনা তা সিদ্ধান্ত নেবে রাজ্য। যেহেতু তারা নির্দিষ্ট রাজ্যের ক্যাডার।” নাড্ডার কনভয়েতে ইট ছোঁড়া নিয়ে ডিজিপি ও মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই নিয়ে তোপ দাগেন তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে চিঠি লিখে তিনি এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেন তিনি। এই আবহেই আবার তিন আইপিএস-কে ডেপুটেশনে ডাক কেন্দ্রের। আইপিএস রাজীব মিশ্র হলেন দক্ষিণবঙ্গের আইজি, প্রবীণ ত্রিপাঠী ডিআইজি এবং ভোলানাথ পাণ্ডে ডায়মন্ড হারবারের এসপি।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন