নিজস্ব সংবাদদাতা , হাওড়া , ডোমজুড়
শুধুমাত্র মহিলাদের উদ্যোগেই রক্তদান শিবিরের আয়োজন , যেখানে রক্তদান করলেন পুরুষ মহিলা নির্বিশেষে। আয়োজনে ডোমজুর বিবেকানন্দ বহুমুখী মহিলা সংঘ প্রাথমিক সমবায় সমিতি লিমিটেড , ডোমজুড় গ্রাম পঞ্চায়েত।




এদিন সকাল থেকেই ছিল উৎসবের মেজাজ। যাঁরা রক্তদান দান করলেন তাঁদের সাস্থ পরীক্ষা করে তবেই রক্ত দেওয়ার অনুমতি দিলেন চিকিৎসকেরা। প্রবীন মানুষেরাও এদিন হাজির হলেন তাঁদের সাস্থ পরীক্ষা কিংবা প্রেসার , সুগার সংক্রান্ত নানারকম রোগের সঠিক দিশা পেতে। এদিনের রক্তদান শিবিরে যাঁরা রক্ত দিলেন তাঁদের প্রয়োজনমতো খাবার এবং ছোট্ট উপহারেরও আয়োজন করেছিলেন উদ্যোক্তারা।






ডেঙ্গুর প্রকোপ চারিদিকে বাড়ছে , এইসময় এইধরণের রক্তদান খুবই প্রয়োজনীয় বললেন চিকিৎসকেরা। উপস্থিত ডোমজুড় হাওড়া গ্রাম পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান।






এদিনের এই রক্তদান শিবিরে বিনামূল্যে মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয় দিশা শক্তি নিউজ এর তরফে।




FOLLOW US : Face Book , Youtube Address : dishashaktinews // Portal Address : www.dishashaktinews.com
1 thought on “ডোমজুর বিবেকানন্দ বহুমুখী মহিলা সংঘের উদ্যোগে রক্তদান শিবির”
Comments are closed.