নিজস্ব সংবাদদাতা : তিনি ২২ গজ ছেড়েছেন ৭ বছর প্রায় হল, ওয়াংখেড়েতে দাঁড়িয়ে তাঁর সেই লাস্ট স্পিচ যেটা প্রত্যেক ভারতীয়ের মনে দাগ কেটে আছে, এই স্মৃতি কখনই ভোলার নয়, এখনও সেই দিনের কথা মনে করলে চোখের কোণায় জল চলে আসে। কিন্তু শচীন তেন্ডুলকর আছেন, থাকবেন আমাদের মনে। তার দীর্ঘ ২৪ বছরের ক্রিকেট কেরিয়ারের রেকর্ড যা কিনা সবার থেকে বেশী, আর তেমন রেকর্ড আগামী দিনেও হবে কিনা সেটা নিয়েও আছে প্রশ্ন। অবসরের সময় তিনি সবার কাছ থেকে পেয়েছেন বিভিন্ন ধরনের উপহার, যেটা নিয়েই পুরোনো স্মৃতি রোমন্থন করলেন মাস্টার ব্লাস্টার। শচীনের অবসরের সময় অনেক উপহারের মধ্যে একটি স্পেশাল উপহার ছিল স্টিলের ড্রাম, যেটা দিয়েছিলেন তাঁর দুই বন্ধু ব্রায়ান লারা ও ক্রিস গেইল।সম্প্রতি স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন শচীন , সেখানে তিনি বলেছেন লারা সহ ক্যারিবিয়ান সব ক্রিকেটাররা তাঁকে যেভাবে ভালবাসা, শ্রদ্ধা দেখিয়েছিল তা সত্যি সারাজীবন মনে রাখার মতো। সেই ভিডিওতে, তিনি বন্ধুর দেওয়া ড্রামে হাতেখড়ি করলেন , ড্রাম বাজানোর চেষ্টা করলেন। ক্রিকেটের ঈশ্বর, তাই তিনি যা করবেন সেটা কোনোভাবেই খারাপ হতে পারে না। তাই ২২ গজে তিনি যেমন সাবলীল তেমনি ড্রাম হাতে নেটিজেনদের মন জয় করে নিলেন মাস্টার ব্লাস্টার। দেখুন সেই ভিডিও।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
বিরাটের জন্য আবেগঘন পোস্ট অনুষ্কার
একেই বলে ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’