নিজস্ব সংবাদদাতা : বৃহত্তর কলকাতায় জলপথে পণ্য ও যাত্রী পরিবহণের জন্য পরিকাঠামোগত উন্নয়নে ১০৫ মিলিয়ন ডলার অনুমোদন করেছে বিশ্ব ব্যাঙ্ক। ভারতীয় টাকার অঙ্কে তা ৭৬৬ কোটি। এমনই জানিয়েছে অর্থমন্ত্রক।জানা গিয়েছে, দুটি পর্যায়ে হবে এই প্রকল্পের কাজ। বিশ্ব ব্যাঙ্কের দেওয়া অর্থে প্রথম দফায় কলকাতা ও শহরতলির জেটিগুলির সংস্কার করা হবে। একইসঙ্গে নতুন ভেসেল কিনে আধুনিকীকরণ করা হবে জেটিগুলির ও ৪০টি জায়গায় বসানো হবে ইলেকট্রনিক গেট। দ্বিতীয় দফায় দীর্ঘমেয়াদি কাজ হবে। প্রথমত, রাতে যাতে ভেসেল চলাচল করতে পারে সেই জন্য পরিকাঠামোগত ব্যবস্থা করা হবে। জলপথ পরিবহণে মজবুত পরিকাঠামোর জন্য প্রয়োজন আরও বিনিয়োগের, সেই চেষ্টাও করা হবে।এর পাশাপাশি বেসরকারি উদ্যোগে বৃহত্তর কলকাতায় রো রো ভেসেল চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গাড়ি, ট্রাকের মতো বড়ো গাড়িকে যে বড়ো ভেসেলে পরিবহণ করানো হয় সেগুলিকেই রো রো ভেসেল বলে। বিশ্ব ব্যাঙ্কের কর্তাদের মতে, কলকাতায় জলপথে পরিবহণের বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মাধ্যমকে বেশি ব্যবহার করা হয় না। কলকাতার মাত্র দুই শতাংশ মানুষ জলপথকে পরিবহণ হিসেবে ব্যবহার করেন। তাই এর পরিকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলে মনে করেছিল রাজ্য সরকার।বিশ্বব্যাঙ্কের তরফে জানানো হয়েছে এই প্রকল্প রূপায়ণ হলে কলকাতাসহ দক্ষিণবঙ্গের পাঁচটি জেলার তিন কোটি মানুষ সরাসরি উপকৃত হবেন। জলপথে যাত্রী ও পণ্য পরিবহনে গতি আসবে।রাস্তায় গাড়ির চাপ ও পরিবেশ দূষণ কমার সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি এই প্রকল্প কলকাতা বন্দরকেও চাঙ্গা করতে সহায়ক হবে।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 07/01/2021
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন