মার্চ 22, 2023

Disha Shakti News

New Hopes New Visions

তামিলনাড়ু সরকারকে খোলা চিঠি লিখলেন চিকিৎ সক , কিন্তু কেন?

নিজস্ব সংবাদদাতা : তামিলনাড়ু সরকার সিনেমা হলে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে । তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাপ্পাডি কে পালানিস্বামীর এই সিদ্ধান্তকে ঘিরে বিতর্কের ঝড় ওঠে নানা মহলে। এবার এই সিদ্ধান্তের বিরোধিতা করে খোলা চিঠি লিখলেন এক চিকিত্সক। জানালেন, “আমরা ক্লান্ত। এই সিদ্ধান্তের ফলে বহু মানুষের প্রাণ যেতে পারে।” জানা গিয়েছে, অরবিন্ত জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েটের জুনিয়র ডাক্তার চিঠিটি লিখেছেন। চিঠিতে তিনি জানিয়েছেন, চিকিত্সক, স্বাস্থ্যকর্মী, পুলিশ-সহ করোনা পরিস্থিতিতে সামনের সারিতে দাঁড়িয়ে লড়া প্রত্যেকে এই পরিস্থিতির মোকাবিলা করতে করতে ক্লান্ত। প্যানডেমিকের সময় তাঁরা একদম জিরো লেভেলে গিয়ে কাজ করেছেন যাতে প্যানডেমিকের হাত থেকে মানুষজনকে বাঁচানো যায়। তাই তিনি মনে করেন, তাঁদেরও খুলে নিশ্বাস নেওয়ার সময় দেওয়া উচিত্। কারও স্বার্থপরতার জন্য এটা যেন নষ্ট না হয়। তামিলনাড়ু সরকারের এই সিদ্ধান্তের পর সিনেপ্রেমীরা খুশি হলেও খুশি নন সাধারণ মানুষ। সে রাজ্যেরই একাংশ সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। জনস্বাস্থ্য আধিকারিকরা জানাচ্ছেন, পোঙ্গলের আগে এই সিদ্ধান্ত করোনা-আক্রান্তের সংখ্যা মারাত্মক হারে বাড়াতে পারে। পরিস্থিতির কথা আঁচ করতে পেরেই খোলা চিঠিটি লিখেছেন চিকিত্সক অরবিন্ত শ্রীনিবাস। আনলকের পঞ্চম পর্বে সিনেমা হল, থিয়েটার খুলে দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু তাতে জারি করা হয়েছিল একাধিক নির্দেশিকা। হলের ভিতর শারীরিক দূরত্ব বজায় রাখতে মোট আসনের ৫০ শতাংশ দর্শক নিয়েই সিনেমা হল খোলা যাবে বলে জানিয়ে দিয়েছিল তারা। করোনা এখনও চলে যায়নি। করোনায় এখনও বহু মানুষের মৃত্যু হচ্ছে। তাই তামিলনাড়ু সরকারের এই সিদ্ধান্তকে হোমিসাইড আখ্যা দিয়েছেন ডাক্তার শ্রীনিবাস।তামিলনাড়ু সরকারের এই সিদ্ধান্তের পিছনে অনেকেই দুই তামিল অভিনেতাকে দায়ী করছেন। বেশ কিছু মানুষ বলছেন, তামিল সুপারস্টার বিজয় ও অভিনেতা সিলামবারাসনের সঙ্গে বৈঠক করার পরই এই সিদ্ধান্ত নেয় সরকার। কারণ, তাঁদের দু’জনেরই দু’টো বিগ বাজেটের সিনেমার মুক্তি সামনে।

Report by web Desk
Reported on – 08/01/2021

Share this News
error: Content is protected !!