গোটা পরিবার সহ সস্ত্রীক তারাপীঠে পুজো দিয়ে গেলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন । রবিবার বিকেল পাঁচ টা নাগাদ তিনি তারাপীঠ মন্দিরে আসেন এবং তারা মায়ের পূজা দেন। ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে এসেছিলেন তাঁর বাবা শিবু সরেন, মা এবং বৌদি ও ছেলেমেয়েরা । এদিন তিনি পুজো দিয়ে জানান, তারাপীঠ মন্দিরে আগেও এসেছি আবার অনেকদিন পরে সপরিবারে পুজো দিতে এসেছি। মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করলাম । রাজনীতি নিয়ে কোন প্রশ্ন করা হলে তিনি বলেন এটা রাজনীতির মঞ্চ নয় এখানে কোনও রাজনীতির কথা বলব না। পাশাপাশি তারাপীঠের উন্নয়ন হয়েছে সে কথা স্বীকার করেছেন এবং তারা মায়ের কাছে সকলের জন্য মঙ্গল কামনা করেছেন।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল