নিজস্ব সংবাদদাতা : ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেড়িয়ে নাম না করে নোবেল জয়ী অর্থনীতিবিদকে অমর্ত্য সেনকে বেনজির আক্রমণ করে বসলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের বক্তব্য , ‘অমর্ত্য সেন বলেছেন, লাভ জিহাদের মধ্যে জিহাদ থাকতে পারে না, ধর্মান্তরকরণ বিরোধী যে আইন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে আছে, তা অসাংবিধানিক।’ তিনি আরও বলেন, ‘আমি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই না। কারণ উনি তিনবার তিন ধর্মে বিয়ে করেছেন। তার তো বলার নৈতিক অধিকার নেই। যে দেশ ছেড়ে পালিয়ে গেছে, দেশের মানুষের দুঃখ কষ্টে নেই তাঁদের ধরনের নীতিকথা শুনতে আমরা প্রস্তুত নই। যারা শুনেছে তাঁরা ডুবেছে। আমরা ডুবতে চাই না।’ সোমবার এক সাক্ষাত্কারে অমর্ত্য সেন বলেছিলেন, জীবনযাপনের অধিকার দেশে মৌলিক অধিকার বলেই স্বীকৃত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে তিনি মনে করছেন। বিষয়টি খুবই চিন্তার বলে মনে করে অমর্ত্য সেন বলেছেন, ‘ভারতের সংবিধানের যে কোনও মানুষ নিজের ধর্ম পরিবর্তন করে অন্য ধর্মগ্রহণ করতে পারেন। ধর্মান্তকরণ বিরোধী যে আইন বিজেপি শাসিত রাজ্যগুলিতে আছে, তাকে অসংবিধানিক। এব্যাপারে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করা উচিত। সুপ্রিম কোর্টে এব্যাপারে মামলা হওয়া উচিত’ । দিলীপ ঘোষ এদিন অমর্ত্য সেনকে আক্রমণ করতে গিয়ে ব্যক্তিগত জীবনকে টেনে এনেছেন। যদিও এনিয়ে দিলীপ ঘোষকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন, অমর্ত্য সেনের গুরুত্ব বোঝা দিলীপ ঘোষের পক্ষে সম্ভব নয়। অমর্ত্য সেন অসহিষ্ণুতার রাজনীতি নিয়ে সরব হয়েছেন, তাই বিজেপি তথা দিলীপ ঘোষদের এত রাগ, মন্তব্য করেছেন তিনি।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 29/12/2020
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন