নিজস্ব সংবাদদাতা : মাত্র তিন মিনিটের মধ্যে গাড়ি হয়ে যাবে এরোপ্লেন, যেন রূপকথার পক্ষীরাজ ঘোড়া বাস্তবের মাটিতে। রূপকথার গল্পে থাকতো পক্ষীরাজ ঘোড়া। তারা মাটিতেও দৌড়াতে পারতো আবার আকাশেও উড়তে পারতো। এরকম কিছু বাস্তব জীবনে সম্ভব না হলেও, এরকম একটি গাড়ি চলে এসেছে পৃথিবীতে। এই গাড়ির নাম দেওয়া হয়েছে AirCar। একটি রিসার্চ এবং ডেভেলপমেন্ট কোম্পানি Klein Vision -এর ৩০ বছরের রিসার্চের ফসল হিসেবে মার্কেটে চলে এসেছে এই নতুন গাড়ি।এই গাড়িকে নিজের চালানোর জন্য ব্যবহার করা যেতে পারে পাশাপাশি কমার্শিয়াল ট্যাক্সি হিসেবেও ব্যবহার করা যেতে পারে। তবে এই গাড়িটির সবথেকে বড় বিশেষত্ব হল যে এই গাড়ি এরো প্লেনে পরিণত হতে পারে মাত্র তিন মিনিটের মধ্যে।চেকোস্লোভাকিয়াতে এই গাড়ির ট্রায়াল’ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই ট্রায়াল’ সম্পূর্ণরূপে সফল বলেও জানা গেছে কোম্পানির তরফে। গাড়িতে ব্যবহৃত হয়েছে বিএমডব্লিউ ইঞ্জিন। টু সিটার এই গাড়ির ওজন ১,১০০ কিলোগ্রাম এবং একবারে এই গাড়ি ২০০ কেজি ওজন বহন করতে সক্ষম।এই বিশেষ AirCar এ দেওয়া হয়েছে BMW ১.৬ লিটার ইঞ্জিন। এই গাড়ির পাওয়ার আউটপুট ১৪০ hP। গাড়িটির ট্রাভেল রেঞ্জ ১০০০ কিলোমিটার এবং হাওয়ায় থাকাকালীন এই গাড়িতে তেলের খরচ ১৮ লিটার প্রতি ঘন্টা।
Report by
Reported on – 02/11/2020
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা
জমজমাট করেই শুরু হল রাজ্য খাদি মেলা