নিজস্ব সংবাদদাতা : রিখটার স্কেলে ৭ মাত্রার তীব্র ভূমিকম্প আঘাত হানলো গ্রিস ও তুরস্কে। ভূমিকম্পের শক কাটিয়ে উঠতে না উঠতেই গ্রিসে ধাক্কা দেয় সুনামি। গ্রিসের সংবাদমাধ্যম জানাচ্ছে, ভূমিকম্পের জেরে সামোসের পূর্ব আইজিয়ান সাগর দ্বীপে একটি ছোট সুনামি হয়। বেশ কয়েকটি বিল্ডিং ক্ষতিগ্রস্থ হয়। সুনামির ফলে জল রাস্তা অবধি উঠে আসতে দেখা গিয়েছে। হঠাত্ এই প্রাকৃতিক বিপর্যয়ের জেরে তুরষ্কে মৃত্যু হয়েছে ৬ জনের। আহত হয়েছেন কমপক্ষে ২০০ জন। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন, ১২০ জন জখম। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূমিকম্পের পর তুরস্কের উপকূলবর্তী শহর ইজমিরে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন লোকজন। ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির চিত্র ইতিমধ্যেই উঠে এসেছে তুরস্কের সংবাদমাধ্যমে। মধ্য ইজমিরে একটি বহুতলের ধ্বংস হয়ে যাওয়ার ছবি সামনে এসেছে। শহরের বিভিন্ন জায়গায় ধোঁয়া উঠতেও দেখা গিয়েছে। তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রী সুলেমান সোয়লু জানিয়েছেন, ইজমিরের বেয়ারাকলি ও বোরনোভা জেলায় ছয়টি বাড়ি ভেঙে পড়েছে। উসাক, ডেনিজলি, মনিসা, এডেন, মুগলার মতো সংলগ্ন প্রদেশগুলিত সামান্য ক্ষয়ক্ষতির খবর মিলেছে।ভূমিকম্পের উত্সস্থল ইজমিরের উপকূল থেকে ১৭ কিমি দূরে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, মাটির ১০ কিমি গভীরে কম্পন হয় এবং উত্সস্থল তুরস্কের উপকূলের ৩৩.৫ কিমি দূরে।গ্রিসের সমগ্র পূর্ব উপকূলে কম্পন অনুভূত হয়েছে। গ্রীসের রাজধানী এথেন্সেও কম্পন অনুভূত হয়। গ্রিসের সংবাদমাধ্যম জানিয়েছে, সামোস ও অন্যান্য দ্বীপের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন।তবে তাত্ক্ষণিক ভাবে কোনও ক্ষয় ক্ষতির ব্যাপারে জানাতে পারেনি।প্রথম ভূমিকম্পের পরে উভয় দেশেই আফটার শক অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল