তৃণমূল কংগ্রেসের পথে পা বাড়ানো দলের দুই বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন বিজেপির দুই শীর্ষ নেতা কৈলাশ বিজয়বর্গীয় ও মুকুল রায়৷ যদিও বৈঠক নিয়ে এবিষয়ে কেউ মুখ খোলেননি৷
সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বিধায়ক সুনীল সিং এবং বনগাঁর এই বিধায়ক বিশ্বজিৎ দাস। প্রায় ২০ মিনিট কথা হয় দুজনের। এরপরেই দুজনকেই নিরাপত্তার ব্যবস্থা রাজ্য সরকারের। বিজেপিতে যাওয়া দুই বিধায়কের সঙ্গে প্রথমে বৈঠক এরপরেই রাজ্যের নিরাপত্তা! রাজনৈতিকভাবে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সুনীল সিং জানান, নিরাপত্তার কোনও প্রয়োজন নেই। এমনকি, বনগাঁর বিধায়কও জানিয়ে দেন, তাঁর কোনও রাজ্য পুলিশের নিরাপত্তার প্রয়োজন নেই।
সুনীল সিং জানিয়েছেন, সোমবার রাতে তাঁর সঙ্গে যোগাযোগ করে রাজ্য পুলিশ। এমনকি, রাজ্য পুলিশের দুজনকে তাঁর বাড়িতে পাঠিয়েও দেওয়া হয় বলে দাবি সুনীলের। যদিও তিনি জানিয়েছেন, তাঁর রাজ্য পুলিশের কোনও নিরাপত্তার প্রয়োজন নেই।
মঙ্গলবার সকালে সুনীল সিং জানিয়েছেন যে, তিনি এখনও বিজেপিতেই রয়েছেন। তৃণমূলে যাওয়ার কোনও প্রয়োজন তাঁদের নেই বলেই জানিয়েছেন সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ এই আত্মীয়। তবে সকাল থেকেই বাড়িতে নেই সুনীল।
Report by web desk
Reported on – 10/02/2021
New Hopes New Visions
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বড়িশায় শুরু বইমেলা ,চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত