নিজস্ব সংবাদদাতা : পুরোনো বিবাদের জেরে তৃণমূলের বুথ সভাপতিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে হিলি ব্লকের ৩ নং ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে। ঘটনায় একজন গুরুতর জখম হয়ে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিত্সাধীন। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মৃতদেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়ে তদন্ত শুরু করেছে হিলি থানার পুলিস।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম আলিম মণ্ডল। বয়স ৪০ বছর। তিনি এলাকার তৃণমূলের বুথ সভাপতি ছিলেন। গুরুতর জখম অবস্থায় বালুরঘাটের হাসপাতালে ভর্তি আরও এক যুবক। তাঁর নাম আছিরুল মণ্ডল। বয়স বছর বাইশ। সূত্রের খবর, দুই দেশের সীমানায় কাঁটাতারের ওপারে জিরো পয়েন্ট বরাবর জামালপুর মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন ভারতীয়রা। সে সময় অতর্কিতে হামলা চালায় বাংলাদেশের দুষ্কৃতীরা। শোনা গিয়েছে, আলিমকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে আততায়ীরা। বাকিদের উপরেও চড়াও হয় তারা। পরে পুলিশ এসে পড়ায় দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জখম অবস্থায় আলীম ও আছিরুলকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। রাস্তাতেই মৃত্যু হয় আলিমের। গ্রামবাসীদের দাবি, অনেকসময়েই বাংলাদেশের দুষ্কৃতীদের সঙ্গে স্থানীয় দুষ্কৃতীদের একাংশের আঁতাত থাকায় তাদের আরও বাড়বাড়ন্ত হয়। তারাই বাংলাদেশি দুষ্কৃতীদের নিরাপদে যাতায়াতের ব্যবস্থা করে দেয় বা আশ্রয় দেয়। দু’দেশের দুষ্কৃতীরা মিলিত ভাবেও নানা অপারাধমূলক কাজ সংগঠিত করে। আবার এ দেশে দুষ্কর্ম করে এখানকার দুষ্কৃতীরা বাংলাদেশে পালিয়ে যায় কার্যত বিনা বাধায়। কখনও বিএসএফ জওয়ানেরা বাধা দেওয়ার চেষ্টা করলে উল্টে তারা জওয়ানদের উপরেও হামলা চালায়।
New Hopes New Visions
More Stories
বাঁকুড়ার খাদি মেলার আজ শেষ দিন
জমে উঠেছে বাঁকুড়ার খাদি মেলা চলবে ২০ তারিখ পর্যন্ত
১৪৪ এর রক্তদান উৎসব নজির গড়ল রেকর্ড সংখ্যক রক্তদাতার