নিজস্ব সংবাদদাতা : আমন্ত্রণ পেয়েও প্রধানমন্ত্রীর হাইপ্রোফাইল ভারচুয়াল অনুষ্ঠানে যোগ দিলেন না দলের বর্ষীয়ান নেতা শোভন চট্টোপাধ্যায় ও অধ্যাপক বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিজেপির আন্তরিকতা নিয়ে শোভন-বৈশাখীর মনে ধন্দ রয়েছে। আর তাই মুখ্যমন্ত্রীর ভাইফোঁটা বা চলচ্চিত্র উত্সবে গেলেও প্রধানমন্ত্রীর পুজোর অনুষ্ঠানে অনুপস্থিত দু’জনেই। প্রসঙ্গত, বিজেপির রাজ্য কমিটিতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম মৌখিকভাবে ঘোষণা হলেও আনুষ্ঠানিকভাবে এখনও তা জানানো হয়নি। এই কারণেই কি বিজেপি থেকে নিজেকে সরিয়ে রাখছেন বৈশাখী? প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। সূত্রের খবর এরই মধ্যে কালীঘাট থেকে শারদীয়ার উপহার এসেছে শোভন-বৈশাখীর কাছে। শোভনকে কুর্তা পায়জামা এবং বৈশাখীর জন্য শাড়ি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকেও পাল্টা উপহার পাঠিয়েছেন শোভন। সোশ্যাল নেটওয়ার্কে বৈশাখীর পোস্ট জল্পনা বাড়িয়েছে। তিনি লিখেছেন , ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে ভালবাসার সম্পর্ক আরও নিবিড় হবে বলে আমি বিশ্বাস করি।’রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে উপহার পাওয়ার জন্য আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি জানিয়েছেন, প্রয়াত জননেত্রী জয়ললিতা ভাইজ্যাগের যে গ্রামে তৈরি শাড়ি পরতেন, সেই শাড়ি পালটা উপহার হিসেবে পাঠিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীকে।রাজনৈতিক ক্ষেত্রে জল গড়িয়েছে অনেক। একসময়ের মধুর সম্পর্ক তিক্ত হয়েছে। তবে ব্যক্তিগত সম্পর্কে এখনও শোভন চট্টোপাধ্যায়ের প্রতি স্নেহ থেকে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।
Reported on – 23-October-2020
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন