নিজস্ব সংবাদদাতা : করোনামুক্ত হলেও শরীর দুর্বল, তৃতীয়বারও NIA আদালতে হাজিরা এড়ালেন ছত্রধর মাহাতো। ছত্রধরের করোনা রিপোর্ট পজিটিভ থাকায় তাকে আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছিল নগর দায়রা আদালতের বিশেষ NIA কোর্ট। বলা হয়েছিল, সোমবার কোভিড পরবর্তী রিপোর্ট-সহ তাঁকে আদালতে হাজিরা দিতে হবে। কিন্তু ছত্রধর এদিন নগর দায়রা আদালতের অতিরিক্ত দায়রা বিচারককে আইনজীবী মারফত জানিয়েছেন, কোভিড রিপোর্ট নেগেটিভ হলেও তিনি যথেষ্ট দুর্বল। তাছাড়া ঝাড়গ্রাম থেকে কলকাতা পর্যন্ত আসার ক্ষেত্রে পরিবহণের সমস্যাও রয়েছে। তিনি ১৬ অক্টোবর পর্যন্ত সময় চান আদালতের কাছে । ২০০৯-এর ১৪ জুন লালগড়ের ধরমপুরে সিপিএম নেতা প্রবীর মাহাত খুন এবং ওই বছরই দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস ছিনতাইয়ের চেষ্টা -এক দশক পুরনো এই দুটি মামলার তদন্তভার আপাতত এনআইএ-র হাতে। সেই সূত্রেই কলকাতা হাইকোর্টের নির্দেশে গত ২৫ ও ২৬ আগস্ট শালবনির কোবরা ক্যাম্পে ছত্রধরকে দু’দফায় ম্যারাথন জেরা করেন এনআইএর তদন্তকারী আধিকারিকরা। এরপর ছত্রধর মাহাতো-সহ ৩০ জন অভিযুক্তকে হাজিরার নির্দেশ দেয় বিশেষ আদালত। এর আগে কোভিড রিপোর্ট পসিটিভ থাকায় হাজিরা এড়িয়ে যান ছত্রধর, এবার রিপোর্ট নেগেটিভ এলেও দুর্বলতার কারণ দেখিয়ে আদালতে এলেন না তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক ছত্রধর মাহাত।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন