নিজস্ব সংবাদদাতা : কার হাতে বিহার! মহাজোট নাকি ফের নীতিশের হাতেই ফিরছে পাটনা। গোটা দেশের আজ নজর থাকবে সেদিকেই। বিহার ভোটই আজ আগামিদিনে দেশের রাজনীতিতে অনেক বদল দেখাতে পারে। ফলে যথেষ্ট তাত্পর্যপূর্ণ। বিহারে মোট আসন ২৪৩টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ২৪৩টি আসনের মধ্যে পেতে হবে ১২২টি আসন। বিহারের বুথ ফেরত সমীক্ষা অনুসারে এই মুহুর্তে পাল্লভারি তেজস্বী যাদবের । সোমবার জন্মদিনে শুভেচ্ছায় গোটা পাটনা শহর জুড়ে ছেয়ে গিয়েছিলো ‘ভাবী মুখ্যমন্ত্রীর ‘ হোর্ডিং। এদিন টুইট করে তেজস্বীকে জন্মদিনের শুভেচ্ছা জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধি। জন্মদিনের উচ্ছ্বাসের আবহাওয়া যেন জয়ের আগাম উল্লাস এনেছে আরজেডি শিবিরে। সেদিক থেকে উচ্ছ্বাসের ভাটা পড়েছে এনডিএ শিবিরে। তবে জেডিইউয়ের বেশ কিছু বর্ষীয়ান নেতার কথায় আগামী ৫ বছরের জন্য নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন।নির্বাচনী ময়দানে তেজস্বীর ইস্যুকে কাউন্টার করতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে এনডিএ শিবিরের তাবড় নেতাদের। বেকারত্ব ইস্যু এই মুহূর্তে সারা দেশের মধ্যে একটি বিরাট সমস্যা। পাশাপাশি করোনা মোকাবিলা, অর্থনীতি এবং বন্যা নিয়ন্ত্রণ এই ইস্যু গুলোতে প্রশ্ন তুলে দিয়ে জনগণের সমর্থন কি পাবেন তেজস্বী? তেজস্বীর জনসভায় যেভাবে মানুষের ঢল নেমেছিল, তা যদি ভোট ব্যাঙ্কে পরিবর্তিত হয় ব্যাপক মার্জিনে জয় হবে মহাজোট শিবিরের।বিহারের এনডিএ শিবিরে ফাটল অনেক আগে থেকেই ধরেছিল। বিহারের বন্যা এবং করোনা মোকাবিলা সহ একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরোধিতায় কথা বলতে দেখা গিয়েছে লজপা প্রধান চিরাগ পাসোয়ানকে। রাজনৈতিক মহলের ধারণা, এবারের নির্বাচনে লজপার আলাদা করে লড়াইয়ের রণনীতি মহাজোটের পালে হাওয়া দেবে। তাই করোনার কথা মাথায় রেখে দলীয় নেতৃত্বের কাছে তেজস্বীর আবেদন, নির্বাচনী ফলাফল যাই-ই হোক না কেন কোনও মিছিল উত্সব করা যাবে না।রাজনৈতিক মহলের ধারণা, এবারের নির্বাচনে বারবার লালু প্রসাদ যাদবের ‘জঙ্গলরাজ’ এর কথা নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদি উল্লেখ করলেও নির্বাচনী ময়দানে লালু প্রসাদের কোনও ছবিই ব্যবহার করেনি আরজেডি। যা বিহারের মাটিতে হাওয়া বদলের জন্য একটা বিরাট ফ্যাক্টর হতে পারে। এখন দেখার আগামী ৫ বছরের জন্য বিহারের জনতা জনার্দন কাকে আনতে চলেছেন রাজ্যের মসনদে।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 10/11/2020
New Hopes New Visions
More Stories
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল